সিরাজদিখানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে সিএইচসিপি ও সিজিগ্রুপের প্রশিক্ষণ
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিসি) এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (সিএইচসিপি) ও সিজিগ্রুপের সভাপতিদের নিয়ে এই প্রশিক্ষন কর্মসূচীর আয়োজন করে।
আজ সোমবার (২১ আগষ্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষন
উদ্বোধন করেন, উপজেলা পঃ পঃ স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আসলাম পারভেজ ও ডাঃ মাহফুজা লুনা।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, ডাঃ এ কে এম তাইফুল হক, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, ইন্সপেক্টর ইনচার্জ দীনেশ চন্দ্র মন্ডল, আলমগীর গাজী প্রমূখ।
প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগীদের উচ্চ রক্তচাপ শনাক্ত করা, উচ্চ রক্তচাপের লক্ষন ও উপসর্গ, উচ্চ রক্তচাপের কারণ, সঠিকভাবে রক্তচাপ পরিমাপ করা, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান এবং ফলোআপ কার্যক্রম শক্তিশালী করাই প্রশিক্ষণ ও প্রকল্পের মূল উদ্দেশ্য।