শিরোনাম:
সুনামগঞ্জে ছয় থানার ওসি বদলি
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:৩০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৫০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক:অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ বাহিনীতে শুরু হয়েছে ব্যাপক রদবদল। সেই ধারাবাহিকতায় এবার সুনামগঞ্জ জেলায় ছয় থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে।
বদলিকৃত ওসিরা হলেন- জেলার ছাতক থানার ওসি শাহ আলম, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল আহাদ, দিরাই থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, তাহিরপুর থানার ওসি এসএম মাইন উদ্দিন, জগন্নাথপুর থানার ওসি মো. আজিজুর রহমান, বিশ্বম্ভরপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ হেডকোয়ার্টার সূত্র আরও জানায়, বৃহস্পতিবার সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত অফিস আদেশে জেলার ওই ছয় থানার ওসিদের জনস্বার্থে বদলি করা হয়। বদলিকৃত ওসিদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।।