শিরোনাম:
সুনামগঞ্জে দুই ইয়াবা কারবারি আটক
Astha DESK
- আপডেট সময় : ০৯:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১০৪০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে দুই ইয়াবা কারবারি আটক
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ পৌর শহর থেকে দুই পেশাদার ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আটক করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারতৃতরা হলো, সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়ার দিল মোহাম্মদের ছেলে সোহান মিয়া ও হাছননগরের শহীদ মিয়ার ছেলে আতাউর রহমান।আজ শুক্রবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সুনামগঞ্জ পৌর শহরে মামদ বিরোধী অভিযান চলাকালে পুলিশের একটি চৌকস টিম পৌর শহরের ধোপাখালী’র জনৈক মহিলার বাসায় থাকা ভাড়াটিয়া সোহান ও তার সহযোগি আতাউর রহমানকে বৃহস্পতিবার রাতে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।























