DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ভাই এর হাতে ভাই খুন

Astha Desk
জানুয়ারি ১৯, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে ভাই এর হাতে ভাই খুন

নিজস্ব প্রতিবেদকঃ

 

সুনামগঞ্জের তাহিরপুরে নুরুল আমিন (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার তিন সহোদর ভাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে পৈতৃক ভিটায় নতুন বসতঘর তৈরি কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত নুরুল আমিন উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত তাহির আলী ছেলে।

 

 

নিহতের ছোট ছেলে তরিকুল ইসলাম তয়ন বলেন, উপজেলার শ্রীপুর গ্রামে আমার দাদা তাহির আলী নিজ বসতবাড়িতে দুই স্ত্রীর ছয় ছেলেসন্তান রেখে প্রায় ১৫ বছর আগে মারা যান। মৃত্যুর পর দুই স্ত্রীর সন্তানদের মধ্যে পৈতৃক ভিটার ভাগবাটোয়ারা নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকত।

 

 

বৃহস্পতিবার সকালে পৈতৃক ভিটায় পুরনো বসতঘর ভেঙে নতুন বসতঘর তৈরি করতে যান আমার ছোট চাচা শাহ পরান। এর পর আমার আপন তিন চাচা নুরুল হক, শাহ আলম, শাহজাহান তাদের পরিবারের লোকজন নিয়ে ঘর তৈরিতে বাধা দেন।

 

 

আমার বাবা ছোট (সৎ ভাই) চাচা শাহ পরানের পক্ষে ঘর তৈরিতে সহযোগিতা করতে গেলে আমার আপন তিন চাচা ও তাদের পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে আমার বাবাকে বেধড়ক মারধর করে আহত করে। পরে প্রতিবেশীরা আহতাবস্থায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ওই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]