DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই অক্টোবর ২০২৪
ঢাকাশুক্রবার ১৮ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সুন্দর মানসিকতায় শান্তি ফিরবে পাহাড়ে-খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

Ellias Hossain
অক্টোবর ৯, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

সুন্দর মানসিকতায় শান্তি ফিরবে পাহাড়ে-খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

সুন্দর মানসিকতায় শান্তি ফিরবে পাহাড়ে, আমরা সকলে মিলিমিশে সহবস্থান সৃষ্টি করলে এখানে নিজেদের শান্তি-সম্প্রীতি অটুট রাখা সম্ভব, শারদীয় দূর্গাৎসব সবার, সকল জাতি ধর্মের মানুষ মেলবন্ধনে পাহাড়ের শান্তির স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।

আজ বুধবার (৯ অক্টোবর) সকালে সনাতন সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলার আয়োজনে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন মন্দির প্রাঙ্গনে এই আয়োজন করে।

খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ, সদর উপজেলা কমিটির সুজিত দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর (৩০ বীর) জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটু), খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্মল কান্তি দাশ, সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও উপদেষ্টা নির্মল দেব, খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সদস্য সচিব অশোক মজুমদার প্রমূখ।

খাগড়াছড়ির বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শনকালে প্রধান অতিথি শুভেচ্ছা উপহার তুলে দেন। একই সময় মন্দিরের সার্বিক খোঁজ খবর নেন। লায়ন্স চক্ষু হাসপাতালের চট্টগ্রাম খাগড়াছড়ি চক্ষু হাসপাতালর সহযোগিতায় এতে অসংখ্য রোগি এতে চিকিৎসা নেওয়ার বিষয়টি ছিলো লক্ষণীয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬