স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারে তিন জনের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুতের পড়ে থাকা তারে স্পৃষ্ট হয়ে এক নারীসহ একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে (বরগুলের কুটি) এমন মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে যাওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে যায় একই পরিবারের এই তিন সদস্য। এসময় ধান ক্ষেতে ওই গ্রামের শামছুল হকের ছেলে জাহিদুল ইসলামের সেচ পাম্পের বৈদ্যুতিক তার ছিরে মাটিতে পড়ে থাকে। এতে পুরো জমির পানি বিদ্যুতায়িত হয়। ফলে বিদ্যুতায়িত জমির ভেতর দিয়ে পার হওয়ার সময় তাঁরা স্পৃষ্ট হন। এ ঘটনায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মা ও ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে সুজন মিয়া নামে এক কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথিমধ্যে সেও মারা যান।
এ ঘটনায় নিহতরা হলেন- ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৫৭) ও তাঁর ছেলে রাজিউল আলম (২৯) ও আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়া (১৫)। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, পুকুরে মাছ ধরতে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা ছেরা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়।