শিরোনাম:
সুন্দরবনে আগুন
News Editor
- আপডেট সময় : ০৪:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১০৫৩ বার পড়া হয়েছে
সুন্দরবনে আগুন
সুন্দরবনের পূর্ব বন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০৩ মে) দুপুরে শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ঘণ্টাখানেক আগে দাসের বারানি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে বনরক্ষীরাও কাজ করছে।
আগুন যাতে বনের মধ্যে ছড়াতে না পারে সেজন্য আমরা আগুন লাগা স্থানের চারপাশে ফায়ার ক্যানেল কাটা শুরু করেছি। আশা করি, খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে আগুন লাগার কারণ এবং কি পরিমাণ জায়গায় আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।
[irp]


















