DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের শিকারে মৌয়াল

Ellias Hossain
মার্চ ৩০, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের শিকারে মৌয়াল

 

মোঃ শাহাজান ইসলাম/শ্যামনগর প্রতিনিধিঃ

 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর ছোট ভেটখালি এলাকার ওয়াজেদ আলী নামের এক মৌয়াল মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনের গহীন জঙ্গলের মধ্যে বাঘের শিকারে মর্মান্তিকভাবে আহত হয়েছেন। গত মঙ্গলবার (২৭ মার্চ) ঘটনাটি ঘটলেও বুধবার নদীর কূলে পৌঁছেন। পরে তিনি নদীর কূলে পৌঁছে বাসায় ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম।

 

জানা যায়, ওয়াজেদ আলী ও মোঃ লিয়াকত হরিনগর ছোট ভেটখালী এলাকার মৃত জব্বার আলী গাজীর পুত্র।
তারা দুই ভাই সুন্দরবনের গহীন জঙ্গলে মধু সংগ্রহের জন্য গিয়েছিলো। মঙ্গলবারে বাঘের কবলে পড়েন ওয়াজেদ আলী।

 

লিয়াকত আলী গাজী জানান, ভারত সীমান্তের রায়মঙ্গলের নদীর শাখা কাছিকাটা দাড়গাং খালে কাঁকড়া ধরার জন্য পেতে রাখা আটল (কাঁকড়া ধরার বাক্স) তুলতে গেলে একটি বাঘ বড় ভাই ওয়াজেদ আলীর উপর আক্রমণ করে। এ সময় নৌকায় থাকা লাঠি নিয়ে তিনি (লিয়াকত) বাঘের উপর পাল্টা আক্রমণ করেন। ২ থেকে ৩ মিনিট পর বাঘটি তার ভাইকে ছেড়ে দিয়ে বনের মধ্যে চলে চায়। তারপর তিনি ভাইকে নিয়ে মঙ্গলবার সারারাত নৌকা বেয়ে বুধবার ভোর ৪টার দিকে লোকালয়ে পৌঁছে তার বাড়িতে নিয়ে আসেন। বুধবার সকাল ৬টার দিকে স্থানীয় গ্রাম চিকিৎসক অমল কুমার বৈদ্যকে বাড়িতে ডেকে নিয়ে এসে ভাইয়ের চিকিৎসা শুরু করেছেন।

 

তবে বনবিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াজেদ অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে ভারতের অংশে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন।

 

লিয়াকত আলী গাজীর দাবি, তারা মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের শহিদুল ইসলামের মাধ্যমে কাঁকড়া ধরার পাশ (অনুমতি) কেটেছিলেন। ওই পাশ নিয়ে তারা শুক্রবার সুন্দরবনে ঢুকেছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬