DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু নির্বাচনের জন্য ১৪ বছর ধরে লড়াই করছি-মির্জা ফখরুল

Astha Desk
জুন ৩, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সুষ্ঠু নির্বাচনের জন্য ১৪ বছর ধরে লড়াই করছি-মির্জা ফখরুল

 

স্টাফ রিপোর্টারঃ

‘মিথ্যা মামলা দিয়ে, মাথা ফাটিয়ে, রক্ত ঝরিয়ে এমনকি আমাদের জীবন পর্যন্ত নিয়ে আমাদের আটকে রাখতে পেরেছেন? ১৪ বছর ধরে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি সত্যিকার অর্থে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা আন্দোলন করছি, আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে। তারা রাজপথে রক্ত ঢেলে দিয়েছে। ৪০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, গুম করে দিয়েছেন ছয়শর বেশি মানুষকে। প্রতিদিন অত্যাচার-নির্যাতন চলছে, গ্রেপ্তার চলছে এবং গায়েবি মামলা, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এরপরেও কাউকে আটকে রাখা যায়নি। তীব্র গরমের মধ্যেও আজকে সবাই হাজির হয়েছে। আমি বলব শেখ হাসিনা এখান থেকে শিক্ষা নিন। যত অত্যাচার-নির্যাতনই চালাবেন, জনগণ ত্যাগ স্বীকার করে এবার তাদের অধিকারকে অবশ্যই ফিরিয়ে আনবে।

 

দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সাজা বহালের প্রতিবাদে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজ শনিবার (৩রা জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

 

জনগণের দাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ছাড়া আর কোনো পথ নেই বলে কঠোর হুঁশিয়ারি দিয়ে সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘অন্য কোনো দিকে দৌড়ে কোনো লাভ নাই। আপনাদের (সরকার) সময় হয়ে গেছে, ঘণ্টা বেজে গেছে। আজরাইল আপনাদের পেছনে এসে দাঁড়িয়ে গেছে।’

সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই এখনো সময় আছে, শুভ বুদ্ধির উদয় হোক। আপনারা (সরকার) এখনো জনগণের দাবি মেনে নেন, পদত্যাগ করেন, সংসদ বিলুপ্ত করেন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এটাই এখন সংকট থেকে উত্তরণের একমাত্র পথ, অন্য কোনো পথ নাই।

আরো পড়ুন :  আর কত বিভাজন নিয়ে বাংলাদেশকে টেনে তুলতে হবে-মির্জা ফখরুল

দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে সরকারকে বলতে চাই, পরিষ্কার ভাষায় অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এরই মধ্যে আমাদের ১৭ জন ভাই প্রাণ দিয়েছে। আপনাদের কোনো বোধোদয় হচ্ছে না। এখনো সমানে মিথ্যা মামলা করছেন, গায়েবি মামলা করছেন, এখনো আমাদের ভাইবোনদের আটক করে রেখেছেন, এখনো আপনাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে পুলিশের প্রশ্রয়ে আপনারা সব জায়গায় হামলা চালাচ্ছেন।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০