সুসময়ের আশায় মাঠে নামছে Manchester United। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার সন্ধ্যায় Manchester United এর মুখোমুখি হবে Everton। গুডিসন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
English Premier League কিংবা Champion League, কোথাও নামের প্রতি সুবিচার করতে পারছে না Manchester United। সবশেষ ম্যাচে রেড ডেভিলদের হারিয়ে Champion League এ প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছিলো তুরস্কের ইস্তানবুল বাসাকসেহির। আর ইপিএলে চেলসির সঙ্গে গোলশূন্য ড্র ও আর্সেনালের কাছে হেরে ব্যাকফুটে ওলে গানার সোলশায়ারের দল।
অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি এশিয়াকাপের স্বপ্ন: হিমেল
সবমিলিয়ে সবশেষ ৫ ম্যাচে দুই জয়, দুই হার আর এক ড্র নিয়ে বেশ বেসামাল রেড ডেভিলরা। সময়টা কোনভাবেই ভালো যাচ্ছে না Manchester United এর। এবার English Premier League এর রেড ডেভিলদের প্রতিপক্ষ Everton। পরিসংখ্যান, শক্তিমত্তা কিংবা কাগজে কলমে এভারটনের চেয়ে এগিয়ে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নরা।
যদিও নতুন মৌসুমে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থেকে, এখন পর্যন্ত রেড ডেভিলদের চেয়ে এগিয়ে এভারটন। আর এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট নিয়ে ১৫ তম স্থানে Manchester United। অবশ্য পরিসংখ্যান বলছে, দু’দলের ১৮২ বারের দেখায় Manchester United এর ৮২ জয়ের বিপরীতে Everton এর জয় ৫৫ টিতে।
এদিকে, নিষেধাজ্ঞা শেষে এ ম্যাচে Manchester United এর একাদশে ফিরছেন ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল। সেই সাথে ফিরছেন ডিফেন্ডার ভিক্টর ও গোলকিপার ডেভিড। আর আক্রমণভাগে জ্বলে উঠতে শতভাগ প্রস্তুত রাশফোর্ড-গ্রিনউডরা।
যদিও নতুন মৌসুমে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থেকে, এখন পর্যন্ত রেড ডেভিলদের চেয়ে এগিয়ে এভারটন। আর এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট নিয়ে ১৫ তম স্থানে Manchester United। অবশ্য পরিসংখ্যান বলছে, দু’দলের ১৮২ বারের দেখায় Manchester United এর ৮২ জয়ের বিপরীতে Everton এর জয় ৫৫ টিতে।
এদিকে, নিষেধাজ্ঞা শেষে এ ম্যাচে Manchester United এর একাদশে ফিরছেন ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল। সেই সাথে ফিরছেন ডিফেন্ডার ভিক্টর ও গোলকিপার ডেভিড। আর আক্রমণভাগে জ্বলে উঠতে শতভাগ প্রস্তুত রাশফোর্ড-গ্রিনউডরা।
যদিও নতুন মৌসুমে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থেকে, এখন পর্যন্ত রেড ডেভিলদের চেয়ে এগিয়ে এভারটন। আর এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট নিয়ে ১৫ তম স্থানে Manchester United। অবশ্য পরিসংখ্যান বলছে, দু’দলের ১৮২ বারের দেখায় Manchester United এর ৮২ জয়ের বিপরীতে Everton এর জয় ৫৫ টিতে।