DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৩০শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ৩০শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সূর্য-ঝড়ে মুম্বাইয়ের ১৯৩ রানের বড় পুঁজি

News Editor
অক্টোবর ৬, ২০২০ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

রোহিত শর্মা, কুইন্টন ডি কক শুরুটা করে দিয়েছিলেন। হার্দিক পান্ডিয়াকে নিয়ে শেষটা করলেন সূর্যকুমার যাদব। তিন নম্বরে নামা এই ব্যাটসম্যানের ৪৭ বলে ৭৯ রানের ঝকঝকে এক ইনিংসে ভর করেই ৪ উইকেটে ১৯৩ রানের বড় পুঁজি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অর্থাৎ আবুধাবিতে জিততে হলে রাজস্থান রয়্যালসকে ১৯৪ রান করতে হবে।

টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনাই পায় মুম্বাই। দুই ওপেনার রোহিত শর্মা আর কুইন্টন ডি কক ২৯ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ৪৯ রান। ১৫ বলে ২৩ রান করা ডি কককে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে এই জুটিটি ভাঙেন কার্তিক ত্যাগি।

রোহিত শর্মা তবু চালিয়ে যাচ্ছিলেন। শ্রেয়াস গোপালের করা ইনিংসের দশম ওভারে জোড়া ধাক্কা খায় মুম্বাই। রাজস্থান লেগস্পিনারকে তুলে মারতে গিয়ে ওভারের প্রথম বলে বাউন্ডারিতে ক্যাচ হন রোহিত। ২৩ বলে ২ চার আর ৩ ছক্কায় মুম্বাই দলপতি তখন ৩৫ রানে। পরের বলেই শূন্য রানে আউট ইশান কিষাণ।

এতে রানের গতি অনেকটাই কমে যায় মুম্বাইয়ের। আগের ম্যাচে ৪ বলে ২০ রানের তাণ্ডব দেখানো ক্রুনাল পান্ডিয়া এবার ব্যাট হাতে ব্যর্থ। ১৭ বলে ১২ রান করে জোফরা আর্চারের শিকার হন তিনি।

তবে দারুণ ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব। ৩৩ বলে তুলে নেন এবারের আইপিএলে নিজের প্রথম ফিফটি। তারপরও দলকে ঝড়ো ব্যাটিংয়ে নিয়ে গেছেন একদম শেষ পর্যন্ত। ৪৭ বলে গড়া তার ৭৯ রানের হার না মানা ইনিংসটিতে ছিল ১১টি চার আর ২টি ছক্কার মার।

মুম্বাইকে বড় পুঁজি এনে দেয়ার পেছনে হার্দিক পান্ডিয়ার অবদানও কম নয়। ১৯ বলে তিনি অপরাজিত থাকেন ৩০ রানে, যে ইনিংসে ২টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কাও।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০