মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে জাপান ও থাইল্যান্ডে বিক্ষোভ হয়েছে। ব্যাংককে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত দুইজন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্যাংককে মিয়ানমার দূতাবাসের সামনে অন্তত ২০০ ব্যক্তি বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের দিকে টিয়ার শেল ছুড়ে পুলিশ।থাই অভিবাসী মনিটরিং গ্রুপ আই ল সূত্রে জানা গেছে, বিক্ষোভ থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে মিয়ানমারে এক সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি।
আরও পড়ুন:সেনাবাহিনীর হাতে অং সান সু চি আটক
রাষ্ট্রের পুরো ক্ষমতা এখন সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের হাতে। এদিন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনীর সাবেক জেনারেল উ মিন্ট শোয়ে। তিনি এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছেন।
এ ঘটনার প্রতিবাদে জাপানের টোকিওতে রাস্তায় নেমে আসেন দেশটিতে অবস্থানরত মিয়ানমার নাগরিকেরা। টোকিওতে ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে সু চির পক্ষে বিক্ষোভ করেছেন তারা।
২২ বছর বয়সী এক রেস্টুরেন্ট কর্মী তিন তওয়ে বলেন, ‘দেশে থাকা পরিবার নিয়ে আমি চিন্তিত। তবে তাদের চেয়েও বেশি চিন্তিত অং সান সু চি নিয়ে।’
দেশটিতে মিয়ানমার নাগরিকদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থান সয়ে জানান, তিনি সু চি এবং অন্যান্য গণতান্ত্রিক নেতাদের অবিলম্বে মুক্তি চান।