DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সেনা মোতায়েন করলে পরিস্থিতির অবনতি হবে : ন্যাটোকে রাশিয়া

DoinikAstha
এপ্রিল ৩, ২০২১ ৭:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া বলেছে, আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা যদি রুশ সীমান্তের কাছে ইউক্রেনে আরো সেনা মোতায়েন করে তাহলে রাশিয়ার পিঠ দেয়ালে ঠেকে যাবে এবং পরিস্থতির অবনতি ঘটবে।

রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল শুক্রবার একথা বলেছেন।
তিনি বলেন, আমেরিকা যদি ইউক্রেনে সেনা মোতায়েন করে তাহলে মস্কোও তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়তি ব্যবস্থা নিতে বাধ্য হবে।

পেসকভ জোর দিয়ে বলেন, এতে কোনো সন্দেহ নেই যে, আমেরিকা যদি ইউক্রেনে আরো সেনা মোতায়েন করে তাহলে রুশ সীমান্তের কাছে উত্তেজনা বাড়বে। ফলে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ থেকে বাড়তি পদক্ষেপ নেয়া হবে। তবে কী ব্যবস্থা নেয়া হবে তিনি তা পরিষ্কার করেননি।

পেসকভ বলেন, রাশিয়া এমন কোনো পদক্ষেপ নেয়নি যে, ইউক্রেন ঝুঁকির মুখে পড়বে। রাশিয়া কাউকে হুমকিও দেয়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০