DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সোনাইমুড়ীতে এনএসআই পরিচয়ে প্রতারণার অভিযোগে ১জন গ্রেফতার

News Editor
সেপ্টেম্বর ২৬, ২০২০ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ বেল্লাল হোসেন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে শরিফুল হাসান(২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত শরিফুল হাসান জয়াগ ইউনিয়নের মাওতলা গ্রামের সানা উল্লার ছেলে।

আরও পড়ুন : মতিঝিলে সৌদি প্রবাসীদের ভিড়

শনিবার ২৬সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে জয়াগ ইউনিয়নের থানারহাট বাজার থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, এনএসআই পরিচয় দিয়ে শরিফুল হাসান জয়াগ ও থানারহাটের বিভিন্ন স্থানে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অর্থকড়ি দাবি ও হাতিয়ে নিতো।

গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ি থানার এসআই আমির হামজার নেতৃত্বে পুলিশের একটি দল থানারহাট থেকে তাকে আটক করে।সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন জানান, খবর পেয়ে ভুয়া পরিচয়পত্র সহ প্রতারক শরীফকে আটক করা হয়েছে। ধারা অনুযায়ী মামলা দিয়ে তাকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]