সোনারগাঁওয়ে নিজ বাড়িতে ঢুকে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ০১:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ বাড়িতে ঢুকে মো. শুক্কুর আলী (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এসময় শুক্কুর আলীর চিৎকারে এগিয়ে এলে আব্দুল হালিম নামে তার ভাতিজাও কুপিয়ে আহত করা হয়।
রোববার (৭ ফেব্রুয়ারি) এ ঘটনায় সোনারগাঁও থানা একটি লিখিত অভিযোগ (নং-৩১৭) করেছেন বলে জানিয়েছেন আহত মুক্তিযোদ্ধা।
অভিযোগ থেকে জানা যায়, শনিবার বাচ্চাদের বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে একাধিক মামলার আসামি বাচ্ছু ওরফে চোরাবাচ্ছের (৫০) নেতৃত্বে মজিবুর রহমান (৪৫), শহিদুল্লা (৪০), আনোয়ার হোসেন (৩৮), শামিম (৩৬), আল-আমিন (২৬), জাকির হোসেন (৪০), নাজমা বেগম (৪০), নূর হোসেনসহ (৩৮) কয়েকজন বীর মুক্তিযোদ্ধা শুক্কুর আলীর বাড়িতে চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তাকে কুপিয়ে জখম করেন। এসময় তার চাচাতো ভাইয়ের ছেলে আব্দুর হালিম বাঁচাতে এলে তাকেও পিটিয়ে আহত করেন অভিযুক্তরা।
আহত শুক্কর আলী বলেন, বাচ্ছু ওরফে চোরাবাচ্ছ ও তার ভাইয়ের বিরুদ্ধে সোনারগাঁও ও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তারা একটি সন্ত্রাসী পরিবার। আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আমি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

















