DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

স্কাউটিং লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে-কলমে শিক্ষা দেয়-আজাদ

Ellias Hossain
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

স্কাউটিং লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে-কলমে শিক্ষা দেয়-আজাদ

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

স্কাউটিং দেশসেবা ও মানবকল্যাণে কাজে লাগাতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক প্রগতিশীল ও সৃজনশীল হিসেবে গড়ে তুলবে এবং সমাজকে এগিয়ে নেবে। স্কাউটিং লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে-কলমে শিক্ষা দেয়। জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম আর অনুশীলনের বিকল্প নেই।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে খাগড়াছড়ি সার্কিট হাউসে খাগড়াছড়ি জেলা রোভার ও জেলা স্কাউটস এর সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, সাবেক মূুখ্য সমন্বয়ক (এসডিজি) ও বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

এর আগে আজ শনিবার বেলা ১২টায় খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, সাবেক মুখ্য সমন্বয়ক (এসডিজি) ও বাংলাদেশ স্কাউটস এর সভাপতি আবুল কালাম আজাদকে ফুল দিয়ে বরণ করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক, জেলা রোভার ও জেলা স্কাউটস সভাপতি মোঃ সহিদুজ্জামান, খাগড়াছড়ি জেলা রোভার এবং জেলা স্কাউটস নেতৃবৃন্দ।

একইদিন বিকাল খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, জেলা স্কাউটস ও জেলা রোভার সভাপতি মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউটিং বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, সাবেক মুখ্য সচিব, সাবেক মুখ্য সমন্বয়ক(এসডিজি) ও বাংলাদেশ স্কাউটস সভাপতি আবুল কালাম আজাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা রোভার কমিশনার মোহাম্মদ নাজিম উদ্দিন, জেলা স্কাউটস কমিশনার মোঃ ইমাম উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের গ্রুপ সভাপতি ও সম্পাদক, স্কাউট ও রোভার স্কাউট লিডারবৃন্দ, রোভার ও গার্ল ইন রোভার সদস্যবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৯ উপজেলার সহকারি কমিশনার (ভূমি)।

খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক দুলাল হোসেন মতবিনিময় সভা পরিচালনা করেন এবং জেলা রোভারের কার্যক্রমের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া জেলা স্কাউটস প্রতিনিধিরাও তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬