DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর মামলায়খালাস পেয়ে দুধ দিয়ে গোসল!

Astha Desk
মে ১৩, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্ত্রীর মামলায়খালাস পেয়ে দুধ দিয়ে গোসল!

আদালতে মামলা গড়াতেই পণ করেছিল স্বামী ব্যাটারিচালিত অটোভ্যান মিস্ত্রি সিরাজ শেখ (৩৫)।

ফরিদপুর প্রতিনিধিঃ

তের বছরের সংসার জীবনে স্বামী ও স্ত্রীর মাঝে একটি পর্যায়ে বেশ ঘুণে ধরতে শুরু করেছিল। এনিয়ে কিছুতেই বনিবনা হচ্ছিল না স্বামী ও স্ত্রীর মাঝে! প্রচণ্ড জেদী ছিল স্ত্রী! এতে চরম অসহায় হয়ে পড়ে স্বামী। শেষ পর্যন্ত সামাজিক বিচারের গণ্ডি পেরিয়ে দুটিপরিবারের বিবাদ পর্যন্ত গড়ায় আদালতে।

আদালতে মামলা গড়াতেই পণ করেছিল স্বামী ব্যাটারিচালিত অটোভ্যান মিস্ত্রি সিরাজ শেখ (৩৫)।

 

মামলা থেকে মুক্তি পেলেই একমণ দুধ দিয়ে গোসল করবেন। অবশেষে স্ত্রীর মামলা খারিজ হওয়ায় ১ মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকেলে জেলার বোয়ালমারী উপজেলায়।

 

সিরাজ উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা গ্রামের বাসিন্দা মুজিবর শেখের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোভ্যানের মিস্ত্রি। সিরাজ নিজ বাড়ির সামনের তিন রাস্তার মোড়ে ১ মণ দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে অঙ্গীকার করেন আজ থেকে আল্লাহ যেন তাকে সব ধরনের অপরাধ থেকে নিরাপদ রাখেন।

 

জানা গেছে, সিরাজ ও ইতি দম্পতির ১১ বছর বয়সী একটি ছেলে রয়েছে। ইতি বেগম একই গ্রামের আফসার শেখের মেয়ে। গত দুই বছর ধরে তাদের সংসারে ফাটল ধরে। অবশেষে স্ত্রী ইতি বেগম ফরিদপুর আদালতে শিশু ও নারী নির্যাতন ও যৌতুক আইনে স্বামী সিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ৯ মে এ মামলা নিষ্পত্তি করা হয়।

 

সিরাজ শেখ বলেন, আমার স্ত্রী ইতিকে তালাক দিয়ে ৭০ হাজার টাকা ও তার বাবার কাছে ২ লাখ ৬৫ হাজার পাওনা টাকায় মীমাংসা করা হয়। তবে তালাকের কারণে স্ত্রী আমার অনেক টাকা নষ্ট করার পাশাপাশি প্রচণ্ড যন্ত্রণা দিয়ে আসছিল। এজন্য ঝামেলা সৃষ্টির শুরুতেই প্রতিজ্ঞতা করেছিলাম সংসার নামের এমন কীটের থেকে যে দিন মুক্তি পাবো এদিন ১ মণ গরুর দুধ দিয়ে গোসল করবো এবং এ বছরেই ওমরাহ্ হজ পালন করবো। সেই অনাবিল আনন্দ মুহূর্তকে মনে রাখার জন্য দুধ দিয়ে গোসল করেছি।

 

আরো পড়ুন :  ইউপিডিএফ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল: মাইকেল চাকমা

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকরা ইতির পরিবার সাথে যোগাযোগ করতে চেষ্টা করলেও কোনো কথা বলতে রাজি না হওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সিরাজ ও ইতির বিবাহ বিচ্ছেদ হয়। এ ঘটনা থেকে নিষ্পত্তির কারণে সিরাজ দুধ দিয়ে গোসল করেছে। এমন ঘটনায় গোটা এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮