DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা শানজিদ আরা শাওন’র সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল্লাহ আল মনসুর ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. উম্মে শারমিন আক্তার। প্রভাষক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা আ’লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোঃ মুজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমডি আবুল বাশার তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুর আমিন, নলছিটি প্রেসক্লাব সহসভাপতি ডাঃ ইউসুফ আলী তালুকদার, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধা প্রমুখ। উপজেলার বিভিন্ন দপ্তর, স্কুল, কলেজ, এনজিও সহ মোট ১০টি স্টল প্রদর্শনীতে অংশ নেয়। এদের মধ্যে বিচারকমন্ডলীর রায়ে নির্বাচিত সেরা ৩টি স্টলকে পুরস্কৃত করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮