শিরোনাম:
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরছেন খালেদা জিয়া
Doinik Astha
- আপডেট সময় : ০১:০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৫৫ বার পড়া হয়েছে
স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে খালেদা জিয়ার গাড়ি বহর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টা ৪০ মিনিটে বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি ৫ মাস ২ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। সেই অনুযায়ী ২৯ দিন পর আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়।












