শিরোনাম:
স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
News Editor
- আপডেট সময় : ১০:৪৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১০৮৭ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহের গৌরীপুরে মাসুদুর রহমান শুভ নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাসুদুর রহমান গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও বিআরডিপির চেয়ারম্যান। তিনি পৌরসভার কালীপুর এলাকার বাসিন্দা।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, চেম্বার থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে বাইরে বের হলে অজ্ঞাতরা কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, কে বা কারা কুপিয়েছে তা জানা যায়নি। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
















