চীন থেকে ডিসপ্লের কারখানা সরিয়ে নেওয়ার জল্পনা অনেকদিন ধরেই চলছে। এবার সে অনুযায়ী পুরোপুরি প্রস্তুতিও শুরু হয়ে গেছে। চীন থেকে ডিসপ্লের কারখানা ভারতে সরিয়ে নিচ্ছে স্যামসাং। উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে প্রতিষ্ঠানটির নতুন ডিসপ্লে কারখানা।
উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, নয়ডায় ৪৮ দশমিক ২৫ বিলিয়ন রুপি খরচ করে ডিসপ্লে কারখানা তৈরি করার জন্য দক্ষিণ কোরিয়ার বহুমাত্রিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংকে তারা সব ধরনের সহযোগিতা করবে। পাশাপাশি আরও জানানো হয়েছে যে, ভারতকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে তৈরি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
যে কারণে রবীন্দ্রনাথের জাতীয় সংগীত পরিবর্তন চান বিজেপি এমপি
এই মুহূর্তে ভা’রত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মা’র্টফোন মা’র্কেট, যেখানে পরবর্তীতে আরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছরে এ দেশে চীনা স্মা’র্টফোনের রম’রমা ব্যবসায় হয়েছে। পূর্ব লাদাখের গালওয়ান সীমান্তে চীনের আক্রমণে কয়েকজন ভা’রতীয় জওয়ান নি’হত হওয়ার পর ভা’রতে চীনা পণ্য বয়কটের ডাক উঠলেও, এখনও পর্যন্ত ভা’রতে চীনের একাধিক স্মা’র্টফোন ব্র্যান্ডের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে।
কিন্তু ভা’রতে স্যামসাংয়ের বাজারও খুব একটা খা’রাপ না না। এই কোম্পানির বিভিন্ন ধরনের স্মা’র্টফোন ভোক্তাদের সহ’জেই আকৃষ্ট করতে পারে। ভা’রতের মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত দুই শ্রেণীর মানুষই স্যামসাংয়ের ভোক্তা। আর সে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মা’র্টফোন মা’র্কে’টে স্যামসাংও বাজার ধরে রাখার চেষ্টা করছে।
চলতি বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকার দেশে স্মা’র্টফোন প্রোডাকশন বিপুল হারে বাড়ানোর জন্য ৬ দশমিক ৬৫ বিলিয়ন মা’র্কিন ডলার আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে। মোট ১৬টি কোম্পানি এই অনুদান পাবে। এদের মধ্যে রয়েছে স্যামসাং, অ্যাপল, ফক্সকন, উইস্ট্রন এবং পেগাট্রন।
শুক্রবার উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভা’রতে কারখানা তৈরির জন্য ৭ বিলিয়ন রুপি আর্থিক সুবিধা ভোগ করবে স্যামসাং। কারখানার জন্য জমি স্থা’নান্তরকরণে প্রদেয় ট্যাক্স থেকেও ছাড় দেওয়া হবে সংস্থাটিকে। উত্তরপ্রদেশে স্যামসাংয়ের এই নতুন কারখানা একবার তৈরি হয়ে গেলে সেখানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানও হবে। তবে ভা’রতে এটাই প্রথম কোনো কারখানা নয়, ইতোমধ্যেই উত্তরপ্রদেশে সংস্থাটির বিশাল একটি মোবাইল ফোনের উৎপাদন কেন্দ্র রয়েছে।