DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে আপত্তিকর কাজে বাধা দেয়ায় সন্ত্রাসী হামলার শিকার স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল হাসান সজিব

News Editor
মে ১৯, ২০২১ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

রায়হান জামান, স্টাফ রিপোর্টার:

হাসপাতালে আপত্তিকর কাজে বাধা দেয়ায় সন্ত্রাসী হামলার শিকার স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল হাসান সজিব। কতিপয় সন্ত্রাসীদের প্রাণঘাতি হামলায় গুরুত্ব আহত হয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান সজিব। বর্তমানের তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার (১৮ মে) বিকাল ৫টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এর ফুট ওভার ব্রীজ এর নিচে অধ্যক্ষ ডা.মুনসুর খলিল ছাত্রী হল এর সামনে এ আক্রমণের শিকার হন।

নাজমুল হাসান সজিবের সাথে কথা বললে তিনি বলেন, আমি ব্যবসায়ী কাজ শেষ করে বৃষ্টির কারনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেইটের সামনে দাঁড়িয়ে ছিলাম ঠিক সেই মূহুর্তে হাসপাতালে ডিউটিরত ২জন আনসার সদস্যরা আমাকে ডেকে কয়েকজন বখাটে যুবকের পরিচয় জানতে চায়। আর আমি রাজনীতি করার করানে সেই ছেলেদের মধ্যে পাঁচজন আমার পরিচিত তারা মাদক বিক্রেতা ও উশৃংখল প্রকৃতির লোক। আমি দেখলাম তারা চার-পাঁচজন মিলে একটি মেয়ের সাথে আপত্তিকর কর্মকাণ্ড চালাচ্ছে। আমি তাদের ভালোভাবে বুঝিয়ে এ-সব কাজে বাধা দিলে তারা আমার উপর চড়াও হয় এবং আমার উপর আক্রমণ চালায় পরে আর কিছু বলতে পারবো না।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হলের সামনে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকার ৫ জন বখাটে যুবক মাদক সেবন করে একজন মেয়ের সাথে আপত্তিকর কর্মকাণ্ড চালাচ্ছে। সে সময় হাসপাতালে ডিউটিরত আনসার সদস্যরা তাদেরকে বাধা দিলে তারা স্থানীয় লোকজন বলে আনসার সদস্যদের হুমকি-ধামকি দেয়।

পরে আনসার সদস্যরা হাসপাতালের গেইটের সামনে অবস্থানরত স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান সজিবকে ডেকে তাদের পরিচয় জানতে চাইলে নাজমুল হাসান সবজি তাদের মধ্যে পাঁচ জনের পরিচয় নিশ্চিত করেন। তারা হলো: ১। রাতুল মিয়া (২৫) ২। মো. খাইরুল মিয়া (২৫) ৩। মো. গালিব (২৫) ৪। পিয়াল মিয়া ৪। ইব্রাহিম (২৫) ৫। পায়েল (২৫) সর্ব সাং-পূর্ব তারাপাশা। আর সেই পরিচয় ও আপত্তিকর কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ আক্রমণ চালায়।

পরে স্থানীয় লোকজন তার ডাক চিৎকারের এগিয়ে আসেন এবং নাজমুল হাসান সজিবকে আহত অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতাল এর জরুরি বিভাগে ভর্তি করার।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আরো পড়ুন :  নওগাঁতে গাছের সমারোহ: শুরু হলো সাত দিনব্যাপী বৃক্ষমেলা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ৪:১৯
  • ৬:০৬
  • ৭:২০
  • ৫:৪৪