হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
জয়নাল আবেদীন জয়/হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
হিলি স্থলবন্দর এবং ইমিগ্রেশন সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার। এসময় তিনি বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) এবং ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ রোববার (২ এপ্রিল) দুপুরে ভারতের সহকারী হাইকমিশনার হাকিমপুরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম।
রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভৌগোলিক কারণে ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে আমাদের কাছে হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ন হয়ে উঠছে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানিতে যেসব বাঁধা রয়েছে তা অচিরেই সমাধান করা হবে। ভারত অংশে রাস্তা প্রশস্ত ও কাস্টমসের উপকমিশনার কার্যালয় স্থাপনের মাধ্যমে বানিজ্য আরও সম্প্রসারন করা হবে।
এসময় অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম উপস্থিত ছিলেন।