DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

হিলিতে কমেছে সবজির দাম

Astha Desk
মে ২১, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে কমেছে সবজির দাম

 

জয়নাল আবেদীন জয়/হিলি প্রতিনিধিঃ

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। বৃষ্টির কারণে ফলন বেড়েছে। বাজারে সরবরাহ বেশি থাকায় সবজির দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

 

রবিবার (২১ মে) হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, তিন দিন আগে যে বেগুনের দাম ছিলো ৪০ টাকা কেজি, তা বর্তমান বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে, ৬০ টাকার পোটল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, ৪০ টাকার ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০ টাকা, ৮০ টাকার করলা ৪০ টাকা, ৪০ টাকার শষা ৩০ টাকা, ১০০ টাকার কাকরল ৮০ টাকা, ফুলকপি ১০০ টাকা, টমেটো ৪০ টাকা, ১২০ টাকার কাঁচা মরিচ ১০০ টাকা, ৫০ টাকার লাউ ৩০ টাকা পিচ, ৬০ টাকায় কচুরলতি ৫০ টাকা, ৬০ টাকার তরই ৪০ টাকা, ৭৫ টাকার পেঁয়াজ ৭০ টাকা কেজি পাইকারি, রসুন ১২০ টাকা ও আদা বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

 

বাজারে সবজি কিনতে আসা মোখলেস হোসেন দৈনিক আস্থা কে বলেন, গত তিন দিন আগেও সব তরকারির দামও ছিলো অনেকটা বেশি। এখন সবজির দাম কম।

 

হিলি বাজারে সবজি খুচরা ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, দীর্ঘদিন পর গত কয়েক দিন ধরে কমবেশি বৃষ্টি হচ্ছে। এতে কৃষকের সবজির ফলন ভালো হচ্ছে। বাজারে আমদানিও প্রচুর হচ্ছে। আমরা কম দামে কিনতে পাচ্ছি, তাই কম দামে বিক্রি করছি।

 

হিলি বাজারে পাইকারি সবজি ব্যবসায়ী শাহীন ইসলাম দৈনিক আস্থা কে বলেন, আমি বিরামপুর থেকে প্রতিদিন সকালে সবজি পাইকারি কিনে এনে হিলি বাজারে পাইকারি দেয়। কয়েক দিনের বৃষ্টিতে কৃষকের ফলন ভালো হয়েছে। কম দামে কিনতে পারছি, তাই কম দামে বিক্রি করছি। আশা করি, আগামীতে দাম আরও কমবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০