হিলিতে ঝাঁজ কমেছে কাঁচা মরিচের
স্থলবন্দর প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে ঝাঁজ কমেছে কাঁচা মরিচের। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে দাম কমেছে প্রতি কেজিতে ৪০ টাকা। গত সপ্তাহে ৮ জুন প্রতিকেজি কাঁচা মরিচ পাইকারি ১১০ টাকা কেজি ও খুচরা প্রতিকেজি ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। আর বৃহস্পতিবার ( ১৫ জনু) বিক্রি হচ্ছে পাইকারিতে প্রতিকেজি ৭০ টাকা কেজি ও খুচরা ৮০ টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন কাঁচা মরিচের দাম কিছুটা নাগালের মধ্যে এসেছে। আর বিক্রেতরা বলছেন, গেলো সপ্তাহে বাজারে সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল। এখন বাজারে সরবরাহ বেড়েছে। তাই দামও কমেছে।
বৃহস্পতিবার সকালে হিলি বাজারে কথা হয়, কাঁচা মরিচ কিনতে আসা আব্দুর জহুরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, আজ একটু কাঁচা মরিচ কিনতে স্বস্তি পেলাম। গত বৃহস্পতিবার ( ৮ জুন) কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে কিনতে হয়। তাই ৫০০ গ্রামের জায়গা ২৫০ গ্রাম কিনেছিলাম। আর আজ খুচরা বাজারেই বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। পাইকারি ৭০ টাকা কেজি দরে। তাই পাইকারদের কাছ থেকে একবারে ৭০ টাকা দিয়ে ১ কেজি কিনে নিলাম। ফ্রিজে রেখে কিছুদিন খাওয়া যাবে।
আরেক ক্রেতা মো. মিলন মিয়া বলেন, ‘আমি নিম্নআয়ের মানুষ। গত সপ্তাহে তো দাম বেশির কারণে ১০০ গ্রাম করে কাঁচা মরিচ কিনতে হয়েছে। তবে আজ দেখছি দাম অনেকটা কমেছে। ১২০ টাকা কেজি দরের কাঁচা মরিচ ৮০ কেজি দরে বিক্রি হচ্ছে। তাই আজ ২৫০ গ্রাম কিনলাম।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতরা মো. মইনুল হক বলেন, ‘আমরা খুচরা বিক্রেতা। যখন যে-দামে কিনি, তার চেয়ে কেজিপ্রতি ১০ টাকা লাভ রেখে বিক্রি করি। এরমধ্যেও অনেক সময় ওজন কমে যায়, পচে নষ্ট হয়ে যায়। গত সপ্তাহে ১১০ টাকা কেজি দরে পাইকারি কিনে ১২০ টাকা খুচরা বিক্রি করেছি। আর আজ পাইকারি ৭০ টাকা কেজি দরে কিনে খুচরা ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি।
পাইকারি কাঁচা মরিচ বিক্রেতরা মো. সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা তো বাইরে থেকে কাঁচা মরিচ কিনে এনে হিলিতে পাইকারি বিক্রি করি। গত সপ্তাহে বাহিরের মোকামগুলোতেই দাম বেশি ছিল। মোকামে ১০০ টাকা কেজি কিনতে হয়। পরিবহন ও লেবার খরচ দিয়ে পাইকারি ১১০ টাকা কেজি দরে বিক্রি করি। খুচরা বিক্রেতরা ১২০ টাকা কেজি দরে বিক্রি করে।
সাদ্দাম হোসেন বলেন, ‘গতকাল বুধবার ( ১৪ জুন) মোকাম থেকে ৬০ টাকা কেজি দরে কিনে এনে সব খরচ বাদ দিয়ে আজ বৃহস্পতিবার ( ৮ জুন) পাইকারি ৭০ টাকা কেজি দরে বিক্রি করছি। আর খুচরা বিক্রেতারা প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি করছে ৮০ টাকা কেজি দরে।