DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

হিলিতে বাড়লো কাঁচা মরিচের ঝাঁজ

Astha Desk
জুন ২১, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে বাড়লো কাঁচা মরিচের ঝাঁজ

 

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে। ফলে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ঈদকে ঘিরে ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়েছে বলে অভিযোগ ক্রেতা সাধারণের। এমন অবস্থায় বাজার মনিটরিংয়ের দাবিও জানান ক্রেতা সাধারণ।

 

সরেজমিন ঘুরে দেখা যায়, গত দুই দিন আগেও খুচরা বাজারে যে কাঁচা মরিচ কেজিতে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। তা এখন ৪০ টাকা বেড়ে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা সোহেল রানা জানান, বৃষ্টির কারণে ক্ষেতে কাঁচা মরিচ নষ্ট হওয়ায় সরবরাহ কমে গেছে। ফলে পাইকারী বাজারে দাম বৃদ্ধি পেয়েছে।

 

কাঁচা মরিচ কিনতে আসা হাসেম রেজা অভিযোগ করে বলেন, গত শনিবারেও ৮০ টাকা দরে কাঁচা মরিচ কিনেছি আজ বাজারে এসে দেখি প্রতিকেজি কাঁচা মরিচের দাম ১২০ টাকা। তিনি অভিযোগ করে বলেন, ৫/১০ টাকা বাড়লে সেটি মেনে নেওয়া যায়। কিন্তু ব্যবসায়ীরা ইচ্ছেমতো নিত্যপণ্যের দাম বৃদ্ধি করছে।

 

দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কেই যদি অযথা মূল্য বৃদ্ধি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০