DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

১০ দেশ থেকে আসবে পেঁয়াজ

Astha Desk
আগস্ট ২৪, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

১০ দেশ থেকে আসবে পেঁয়াজ

 

স্টাফ রিপোর্টারঃ

ভারতসহ দশটি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, চীন থেকে ২৪শ টন, মিশর ৩ হাজার ৯শ ১০ টন, পাকিস্তান থেকে ১১ হাজার ৮ শ ২০ টন, কাতার ১১শ টন, তুরস্ক ২ হাজার ১শ ১০ টন, মিয়ানমার ২শ টন, থাইল্যান্ড ৩৩ টন, নেদারল্যান্ডস ৪ টন ও ইউএই থেকে ৩ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে।

এদিকে ভারত পেঁয়াজের ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করার পর প্রথমে ৭ দেশ থেকে সাড়ে ১৭ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়া যায়। এরই মধ্যে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ব্যবসায়ীরা। দেশগুলো হচ্ছে চীন, পাকিস্তান, মিসর, তুরস্ক, কাতার, মিয়ানমার ও থাইল্যান্ড।

মঙ্গলবার ও বুধবার এই দুই দিনে উল্লিখিত পরিমাণ পেঁয়াজ আমদানির অনুমতিপত্র বা আইপি অনুমোদন নিয়েছেন ব্যবসায়ীরা। সপ্তাহ ঘুরতেই আবেদন লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আমদানিকারকরা গতকাল সন্ধ্যা পর্যন্ত ভারতের বিকল্প হিসেবে সাত দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন প্রায় ১৭ হাজার ৬শ টনের। এর মধ্যে গতকাল এক দিনেই অনুমতি পেয়েছেন ১২ হাজার টনের। সবচেয়ে বেশি ১০ হাজার টন পেঁয়াজ আসছে পাকিস্তান থেকে। মিসর থেকে আসছে চার হাজার টন, চীন থেকে দুই হাজার টন, তুরস্ক থেকে এক হাজার ১শ  টন। অন্য দেশগুলো থেকে আসবে বাকি পেঁয়াজ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮