শিরোনাম:
৪৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:২৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১০৮৫ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:মেহেরপুরের মুজিবনগরে ৪৪ বোতল ফেনসিডিলসহ রাজু আহমেদ (৩৫) ও তাঁর বোন কামিনী খাতুনকে (৩৮) আটক করেছে মুজিবনগর থানার পুলিশ। রাজু ও কামিনী মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের খোদা বক্সের সন্তান। গতকাল বুধবার বিকেলে তাঁদের আটক করে পুলিশ।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাসেম জানান, মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর কালিতলা রাস্তার মোড়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদ পায় মুজিবনগর থানার পুলিশ। এ সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার সেকেন্ড অফিসার এসআই মোমিনুর রহমান ও এএসআই নাজমুল হাসান অভিযান চালিয়ে রাজু আহমেদ ও কামিনী খাতুনকে আটক করে।
এসময় তাঁদের কাছে থাকা ল্যাপটপের ব্যাগ তল্লাশি করে ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত রাজু আহমেদ ও কামিনী খাতুনের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।


















