শিরোনাম:
৬০ কিমি বেগে ঝড় হতে পারে
Doinik Astha
- আপডেট সময় : ১০:০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ১০৪২ বার পড়া হয়েছে
গ্রীষ্মের শেষদিকে এসে ভ্যাপসা গরমের সঙ্গে বাড়ছে বৃষ্টি। দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখি ঝড়ও রেখে যাচ্ছে তার ছাপ। এমন অবস্থায় আজ দুপুর ১টার মধ্যে দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার ভোর ৫টায় দেওয়া আবহাওয়া দফতরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া ওই সতর্কবার্তায় জানানো হয়, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।























