DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২২শে ডিসেম্বর ২০২৪
ঢাকারবিবার ২২শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

৬০ বছরের বৃদ্ধ বিয়ে করলেন ১২ বছরের কিশোরীকে

News Editor
নভেম্বর ১৪, ২০২০ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

৬০ বছরের বৃদ্ধ বিয়ে করলেন ১২ বছরের কিশোরীকে।ফরিদপুরের সদরপুর উপজেলায় গোপনে ১২ বছরের এক কিশোরীকে বিয়ে করেন ৬০ বছরের বৃদ্ধ। পরে তাঁরা নোটারি পাবলিকের মাধ্যমে এ ঘোষণা দেন। বাল্যবিবাহের এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ওই ব্যক্তি, কিশোরীর মা, নানা ও নানিকে বিভিন্ন মেয়াদে জেল–জরিমানা করেছেন।

গতকাল শুক্রবার রাতে সদরপুর সদরে এ ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার ওই দণ্ড দেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদ ফকির এবং সদরপুর সদরের খবির তালুকদার, হালিমুন নেছা ও ফাতেমা বেগম।

 

নতুন জামাতা হিসেবে মোহাম্মদ ফকির গতকাল শুক্রবার রাতে কিশোরীর বাড়িতে যান। তখন মেয়েটির অন্য স্বজন ও প্রতিবেশী তাঁকে আটক করে ইউএনওর কাছে খবর দেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই কিশোরী পঞ্চম শ্রেণিতে পড়ে। গত ২০ অক্টোবর গোপনে মোহাম্মদ ফকিরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়েটি নিবন্ধন না করে তাঁরা নোটারি পাবলিকের মাধ্যমে এ ঘোষণা দেন। বাল্যবিবাহের এ ঘটনায় মেয়েটির বাবা বাধা দেন। তবে মেয়েটির মা ফাতেমা এবং নানা খবির ও নানি হালিমুনের সহায়তায় এ বিয়ে হয়। গতকাল শুক্রবার রাতে নতুন জামাতা হিসেবে মোহাম্মদ ফকির কিশোরীর বাড়িতে যান। তখন মেয়েটির অন্য স্বজন ও প্রতিবেশী তাঁকে আটক করে ইউএনওর কাছে খবর দেন।

রাত সাড়ে আটটার দিকে ইউএনও পূরবী গোলদার সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মোহাম্মদ ফকিরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফাতেমাকে ৬ মাস এবং খবির ও হালিমুনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

জানতে চাইলে ইউএনও পূরবী গোলদার আজ শনিবার বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর বিভিন্ন ধারায় এই শাস্তি দেওয়া হয়। দণ্ডিত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

 

 

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ এর ট্রফি উন্মোচন

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ আসরের ট্রফি উন্মোচিত হয়েছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে অংশ নিবে মোট ১৬টি দেশ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই বসবে সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপের এই আসর।

করোনার কারণে ভারতে এখনো প্রতিযোগিতামূলক ক্রিকেট না ফিরলেও বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। দুবাইয়ে ট্রফি উন্মোচনকালে সৌরভ ছাড়াও উপস্থিত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি ও বিসিসিআইয়ের সচিব জয় শাহ। বিগত আসরের ট্রফিগুলোর মতই নকশা করা হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির।

আরো পড়ুন :  উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন।

ইংল্যান্ডের ক্ষেত্রে শর্ত শিথিল করল শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়ায় এ বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। ২০২১ সালে অর্থাৎ আগামী বছর ভারতে আরও একটি টি-টোয়েন্ট বিশ্বকাপও ছিল পূর্বপরিকল্পিত। করোনার কারণে ২০২০ বিশ্বকাপ স্থগিত হলেও ২০২১ ও ২০২২ সালে টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে। অস্ট্রেলিয়ার স্থগিত হওয়া আসরটি মাঠে গড়াবে ২০২২ সালে।

২০২১ সালের অক্টোবর-নভেম্বর জুড়ে দলগুলো লড়বে বিশ্বকাপের লক্ষ্যে। ১৮ অক্টোবর শুরু আসরের ফাইনাল মাঠে গড়াবে ১৫ নভেম্বর। আইসিসির সদস্য দেশগুলোর পাশাপাশি সহযোগী দেশগুলোও অংশ নেবে এই বিশ্বকাপে।

২০২০ টি–টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার পর আইসিসি জানিয়েছিল, এ বছরের টুর্নামেন্টটা হবে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে। পরের বছর (২০২২) একই সময় হবে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোন কোন দেশ এই দুটি টুর্নামেন্ট আয়োজন করবে, সেটি পরিষ্কার হলো আজ।

আজ এক সভায় আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে। ভারতের অবশ্য আগে থেকেই ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। গত মাসে আইসিসি যখন জানায়, এ বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপটা হবে আগামী বছর, তখনই ধোঁয়াশাটা তৈরি হয়। ভারত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেরও আয়োজক। এ বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপ যদি আগামী বছর অস্ট্রেলিয়ায় হয়, তাহলে পরপর দুই বছর ভারতের পক্ষে আইসিসির টুর্নামেন্ট আয়োজন ঝক্কির হয়। আইসিসি তাই আগামী বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ভার ভারতকেই দিচ্ছে।

২০২২ সালের অক্টোবর–নভেম্বরে টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া, যেটির ফাইনাল হতে পারে ১৩ নভেম্বর। আর ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফেব্রুয়ারি-মার্চ থেকে যে ওই বছর অক্টোবর–নভেম্বরে সরিয়ে নেওয়া হয়েছে, সেটি আইসিসি জানিয়েছে আগেই।

আজকের সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে, মেয়েদের ২০২১ বিশ্বকাপও স্থগিত হয়েছে। টুর্নামেন্টটি নিউজিল্যান্ডে হওয়ার কথা ছিল আগামী বছর ৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬