শিরোনাম:
অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারবে খালেদা
Astha DESK
- আপডেট সময় : ০৭:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১০৫৫ বার পড়া হয়েছে
অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারবে খালেদা
স্টাফ রিপোর্টারঃ
চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে বেগম খালেদা জিয়া আপিল বিভাগে আবেদন করতে হবে। রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারবেন। এছাড়া অন্য কোনো আদেশ দেওয়ার আর কোনো সুযোগ নেই। তবে খালেদা জিয়া তার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারেন।
আজ সোমবার (২ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী এসব কথা বলেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারা অনুযায়ী খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। এ কারণে তাকে আত্মসমর্পণ করে কারাগারে গিয়ে জামিন ও বিদেশে চিকিৎসার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারেন।
















