ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo এনআইডি কার্ড ছাড়া ট্রেন ভ্রমণ বন্ধ : ডিসি সারোয়ার Logo আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব : বিমান উপদেষ্টা Logo কিশোরগঞ্জে জাতীয়তাবাদী চিকিৎসকদের মিলনমেলা; ঐক্য ও সৌহার্দ্যের নতুন বন্ধন Logo রংপুরে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে Logo দেশে মাদ্রাসা বোর্ড পাশে এগিয়ে যদিও বৈরাটি সিনিয়র আলিম মাদ্রাসার সকল শিক্ষার্থীই ফেল Logo রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের কমিটি গঠন সভাপতি আবু ইউসুফ সেক্রেটারি জসীম উদ্দীন Logo পানছড়ির উল্টাছড়িতে ভোট ফর ওয়াদুদ ভূইয়া-ভোট ফর ধানের শীষ ক্যাম্পেইন Logo শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতা যাচাইয়ের আহ্বান উপ-প্রেস সচিবের Logo চট্টগ্রামের কারখানার ভয়াবহ আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে! Logo চট্টগ্রাম ইপিজেডে আগুন নেভাতে সেনা ও নৌবাহিনীর সহায়তা

আইপিএলে পরের রাউন্ডে কারা কিভাবে যাবে

News Editor
  • আপডেট সময় : ০৩:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

আইপিএলে পরের রাউন্ডে কারা কিভাবে যাবে।গ্রুপ পর্বে আর বাকি ২ ম্যাচ, ৪ দল। ১ দল মুম্বাই গ্রুপের শীর্ষে থেকে কোয়ালিফাই করলেও বাকি ৩ দলের ভাগ্য এখনও ঝুলে আছে। বাকি আরেক দল হলো কোলকাতা যাদের ভাগ্যও ঝুলে আছে এই ২ ম্যাচের উপর। ৩ পজিশনে যাওয়ার সম্ভবনা আছে সবারই, বাদ পরবে এক দল।

চলুন জেনে নেই IPL2020 এর পরের রাউন্ডে কারা কিভাবে যাবে:-

দৃশ্যপট ১:-

প্রথম ম্যাচ:- যদি দিল্লি ক্যাপিটাল ১৬০ রান করে ২১ কিংবা তার কম রানে জিতে অথবা ১৭.২ ওভারের বেশি খেলে জয় লাভ করে।
দ্বিতীয় ম্যাচ :- সানরাইজারস যদি মুম্বাই কে হারায়।

এরকম টা হলে ব্যাঙ্গালোরের রান রেট থাকবে কোলকাতার থেকে বেশি, তখন বাদ পরবে কোলকাতা। তখন শীর্ষ ৪ হবে ”মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর”

‘ভুল’ করলো আম্পায়ার,বাদ পড়ে গেল গেইল-রাহুলরা

দৃশ্যপট ২ :-

প্রথম ম্যাচ:- দিল্লি ক্যাপিটাল যদি ১৬০ রান করে আর অন্তত ২২ রান বা তার বেশিতে জিতে কিংবা ১৭.২ ওভারের আগে জিততে পারে।
দ্বিতীয় ম্যাচ:- হায়দ্রাবাদ যদি মুম্বাইয়ের বিরুদ্ধে জিতে যায়।

এরকম টা হলে দিল্লি ম্যাচ জিতে ২ নাম্বার জায়গায় যাবে আর নেট রান রেটে বাদ পরবে ব্যাঙ্গালোর। তখন শীর্ষ ৪ দল হবে ”মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, কোলকাতা”

দৃশ্যপট ৩:-

প্রথম ম্যাচে যদি ব্যাঙ্গালোর ১৬০ করে ১৮ বা তার কম রানে জিতে কিংবা ১৬১ চেস করতে গিয়ে ১৮ ওভার বা তার বেশি তে জিতে।
পরের ম্যাচে যদি হায়দ্রাবাদ মুম্বাই কে হারায়।

এরকম টা হলে ব্যাঙ্গালোর ম্যাচ জিতে ২ নাম্বার জায়গায় যাবে আর নেট রান রেটে বাদ পরবে কোলকাতা। তখন শীর্ষ ৪ দল হবে ”মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি”

দৃশ্যপট ৪:-

প্রথম ম্যাচে যদি ব্যাঙ্গালোর ১৬০ রান করে ১৮ বা তার চেয়ে বড় ব্যবধানে জয় পায় কিংবা ১৬১ তাড়া করতে গিয়ে ১৮ ওভারের আগে জয় পায়।
পরের ম্যাচে যদি হায়দ্রাবাদ মুম্বাই কে হারায়।

এরকম টা হলে ব্যাঙ্গালোর ম্যাচ জিতে ২ নাম্বার জায়গায় যাবে আর নেট রান রেটে বাদ পরবে দিল্লি। তখন ৪ নাম্বার দল হিসেবে চলে আসবে কোলকাতা। তখন শীর্ষ ৪ দল হবে ”মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কোলকাতা”

দৃশ্যপট ৫:-

প্রথম ম্যাচে যদি দিল্লি ব্যাঙ্গালোর কে হারায়।
দ্বিতীয় ম্যাচে যদি মুম্বাই হায়দ্রাবাদ কে হারায়।

সরাসরি তখন বাদ পরবে হায়দ্রাবাদ। তখন শীর্ষ ২ হবে মুম্বাই ও দিল্লি বাকি ২ ব্যাঙ্গালোর ও কোলকাতা।

দৃশ্যপট ৬:-

প্রথম ম্যাচে যদি দিল্লি হেরে যায় ও পরের ম্যাচে হায়দ্রাবাদ।

তখন সরাসরি বাদ পরবে হায়দ্রাবাদ আর শীর্ষ ২ দল হবে মুম্বাই আর ব্যাঙ্গালোর বাকি ২ দল হবে দিল্লি আর কোলকাতা।

আইপিএলে পরের রাউন্ডে কারা কিভাবে যাবে

আপডেট সময় : ০৩:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০

আইপিএলে পরের রাউন্ডে কারা কিভাবে যাবে।গ্রুপ পর্বে আর বাকি ২ ম্যাচ, ৪ দল। ১ দল মুম্বাই গ্রুপের শীর্ষে থেকে কোয়ালিফাই করলেও বাকি ৩ দলের ভাগ্য এখনও ঝুলে আছে। বাকি আরেক দল হলো কোলকাতা যাদের ভাগ্যও ঝুলে আছে এই ২ ম্যাচের উপর। ৩ পজিশনে যাওয়ার সম্ভবনা আছে সবারই, বাদ পরবে এক দল।

চলুন জেনে নেই IPL2020 এর পরের রাউন্ডে কারা কিভাবে যাবে:-

দৃশ্যপট ১:-

প্রথম ম্যাচ:- যদি দিল্লি ক্যাপিটাল ১৬০ রান করে ২১ কিংবা তার কম রানে জিতে অথবা ১৭.২ ওভারের বেশি খেলে জয় লাভ করে।
দ্বিতীয় ম্যাচ :- সানরাইজারস যদি মুম্বাই কে হারায়।

এরকম টা হলে ব্যাঙ্গালোরের রান রেট থাকবে কোলকাতার থেকে বেশি, তখন বাদ পরবে কোলকাতা। তখন শীর্ষ ৪ হবে ”মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর”

‘ভুল’ করলো আম্পায়ার,বাদ পড়ে গেল গেইল-রাহুলরা

দৃশ্যপট ২ :-

প্রথম ম্যাচ:- দিল্লি ক্যাপিটাল যদি ১৬০ রান করে আর অন্তত ২২ রান বা তার বেশিতে জিতে কিংবা ১৭.২ ওভারের আগে জিততে পারে।
দ্বিতীয় ম্যাচ:- হায়দ্রাবাদ যদি মুম্বাইয়ের বিরুদ্ধে জিতে যায়।

এরকম টা হলে দিল্লি ম্যাচ জিতে ২ নাম্বার জায়গায় যাবে আর নেট রান রেটে বাদ পরবে ব্যাঙ্গালোর। তখন শীর্ষ ৪ দল হবে ”মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, কোলকাতা”

দৃশ্যপট ৩:-

প্রথম ম্যাচে যদি ব্যাঙ্গালোর ১৬০ করে ১৮ বা তার কম রানে জিতে কিংবা ১৬১ চেস করতে গিয়ে ১৮ ওভার বা তার বেশি তে জিতে।
পরের ম্যাচে যদি হায়দ্রাবাদ মুম্বাই কে হারায়।

এরকম টা হলে ব্যাঙ্গালোর ম্যাচ জিতে ২ নাম্বার জায়গায় যাবে আর নেট রান রেটে বাদ পরবে কোলকাতা। তখন শীর্ষ ৪ দল হবে ”মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি”

দৃশ্যপট ৪:-

প্রথম ম্যাচে যদি ব্যাঙ্গালোর ১৬০ রান করে ১৮ বা তার চেয়ে বড় ব্যবধানে জয় পায় কিংবা ১৬১ তাড়া করতে গিয়ে ১৮ ওভারের আগে জয় পায়।
পরের ম্যাচে যদি হায়দ্রাবাদ মুম্বাই কে হারায়।

এরকম টা হলে ব্যাঙ্গালোর ম্যাচ জিতে ২ নাম্বার জায়গায় যাবে আর নেট রান রেটে বাদ পরবে দিল্লি। তখন ৪ নাম্বার দল হিসেবে চলে আসবে কোলকাতা। তখন শীর্ষ ৪ দল হবে ”মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কোলকাতা”

দৃশ্যপট ৫:-

প্রথম ম্যাচে যদি দিল্লি ব্যাঙ্গালোর কে হারায়।
দ্বিতীয় ম্যাচে যদি মুম্বাই হায়দ্রাবাদ কে হারায়।

সরাসরি তখন বাদ পরবে হায়দ্রাবাদ। তখন শীর্ষ ২ হবে মুম্বাই ও দিল্লি বাকি ২ ব্যাঙ্গালোর ও কোলকাতা।

দৃশ্যপট ৬:-

প্রথম ম্যাচে যদি দিল্লি হেরে যায় ও পরের ম্যাচে হায়দ্রাবাদ।

তখন সরাসরি বাদ পরবে হায়দ্রাবাদ আর শীর্ষ ২ দল হবে মুম্বাই আর ব্যাঙ্গালোর বাকি ২ দল হবে দিল্লি আর কোলকাতা।