ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

আইপিএলে পরের রাউন্ডে কারা কিভাবে যাবে

News Editor
  • আপডেট সময় : ০৩:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • / ১১০৯ বার পড়া হয়েছে

আইপিএলে পরের রাউন্ডে কারা কিভাবে যাবে।গ্রুপ পর্বে আর বাকি ২ ম্যাচ, ৪ দল। ১ দল মুম্বাই গ্রুপের শীর্ষে থেকে কোয়ালিফাই করলেও বাকি ৩ দলের ভাগ্য এখনও ঝুলে আছে। বাকি আরেক দল হলো কোলকাতা যাদের ভাগ্যও ঝুলে আছে এই ২ ম্যাচের উপর। ৩ পজিশনে যাওয়ার সম্ভবনা আছে সবারই, বাদ পরবে এক দল।

চলুন জেনে নেই IPL2020 এর পরের রাউন্ডে কারা কিভাবে যাবে:-

দৃশ্যপট ১:-

প্রথম ম্যাচ:- যদি দিল্লি ক্যাপিটাল ১৬০ রান করে ২১ কিংবা তার কম রানে জিতে অথবা ১৭.২ ওভারের বেশি খেলে জয় লাভ করে।
দ্বিতীয় ম্যাচ :- সানরাইজারস যদি মুম্বাই কে হারায়।

এরকম টা হলে ব্যাঙ্গালোরের রান রেট থাকবে কোলকাতার থেকে বেশি, তখন বাদ পরবে কোলকাতা। তখন শীর্ষ ৪ হবে ”মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর”

‘ভুল’ করলো আম্পায়ার,বাদ পড়ে গেল গেইল-রাহুলরা

দৃশ্যপট ২ :-

প্রথম ম্যাচ:- দিল্লি ক্যাপিটাল যদি ১৬০ রান করে আর অন্তত ২২ রান বা তার বেশিতে জিতে কিংবা ১৭.২ ওভারের আগে জিততে পারে।
দ্বিতীয় ম্যাচ:- হায়দ্রাবাদ যদি মুম্বাইয়ের বিরুদ্ধে জিতে যায়।

এরকম টা হলে দিল্লি ম্যাচ জিতে ২ নাম্বার জায়গায় যাবে আর নেট রান রেটে বাদ পরবে ব্যাঙ্গালোর। তখন শীর্ষ ৪ দল হবে ”মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, কোলকাতা”

দৃশ্যপট ৩:-

প্রথম ম্যাচে যদি ব্যাঙ্গালোর ১৬০ করে ১৮ বা তার কম রানে জিতে কিংবা ১৬১ চেস করতে গিয়ে ১৮ ওভার বা তার বেশি তে জিতে।
পরের ম্যাচে যদি হায়দ্রাবাদ মুম্বাই কে হারায়।

এরকম টা হলে ব্যাঙ্গালোর ম্যাচ জিতে ২ নাম্বার জায়গায় যাবে আর নেট রান রেটে বাদ পরবে কোলকাতা। তখন শীর্ষ ৪ দল হবে ”মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি”

দৃশ্যপট ৪:-

প্রথম ম্যাচে যদি ব্যাঙ্গালোর ১৬০ রান করে ১৮ বা তার চেয়ে বড় ব্যবধানে জয় পায় কিংবা ১৬১ তাড়া করতে গিয়ে ১৮ ওভারের আগে জয় পায়।
পরের ম্যাচে যদি হায়দ্রাবাদ মুম্বাই কে হারায়।

এরকম টা হলে ব্যাঙ্গালোর ম্যাচ জিতে ২ নাম্বার জায়গায় যাবে আর নেট রান রেটে বাদ পরবে দিল্লি। তখন ৪ নাম্বার দল হিসেবে চলে আসবে কোলকাতা। তখন শীর্ষ ৪ দল হবে ”মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কোলকাতা”

দৃশ্যপট ৫:-

প্রথম ম্যাচে যদি দিল্লি ব্যাঙ্গালোর কে হারায়।
দ্বিতীয় ম্যাচে যদি মুম্বাই হায়দ্রাবাদ কে হারায়।

সরাসরি তখন বাদ পরবে হায়দ্রাবাদ। তখন শীর্ষ ২ হবে মুম্বাই ও দিল্লি বাকি ২ ব্যাঙ্গালোর ও কোলকাতা।

দৃশ্যপট ৬:-

প্রথম ম্যাচে যদি দিল্লি হেরে যায় ও পরের ম্যাচে হায়দ্রাবাদ।

তখন সরাসরি বাদ পরবে হায়দ্রাবাদ আর শীর্ষ ২ দল হবে মুম্বাই আর ব্যাঙ্গালোর বাকি ২ দল হবে দিল্লি আর কোলকাতা।

আইপিএলে পরের রাউন্ডে কারা কিভাবে যাবে

আপডেট সময় : ০৩:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০

আইপিএলে পরের রাউন্ডে কারা কিভাবে যাবে।গ্রুপ পর্বে আর বাকি ২ ম্যাচ, ৪ দল। ১ দল মুম্বাই গ্রুপের শীর্ষে থেকে কোয়ালিফাই করলেও বাকি ৩ দলের ভাগ্য এখনও ঝুলে আছে। বাকি আরেক দল হলো কোলকাতা যাদের ভাগ্যও ঝুলে আছে এই ২ ম্যাচের উপর। ৩ পজিশনে যাওয়ার সম্ভবনা আছে সবারই, বাদ পরবে এক দল।

চলুন জেনে নেই IPL2020 এর পরের রাউন্ডে কারা কিভাবে যাবে:-

দৃশ্যপট ১:-

প্রথম ম্যাচ:- যদি দিল্লি ক্যাপিটাল ১৬০ রান করে ২১ কিংবা তার কম রানে জিতে অথবা ১৭.২ ওভারের বেশি খেলে জয় লাভ করে।
দ্বিতীয় ম্যাচ :- সানরাইজারস যদি মুম্বাই কে হারায়।

এরকম টা হলে ব্যাঙ্গালোরের রান রেট থাকবে কোলকাতার থেকে বেশি, তখন বাদ পরবে কোলকাতা। তখন শীর্ষ ৪ হবে ”মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর”

‘ভুল’ করলো আম্পায়ার,বাদ পড়ে গেল গেইল-রাহুলরা

দৃশ্যপট ২ :-

প্রথম ম্যাচ:- দিল্লি ক্যাপিটাল যদি ১৬০ রান করে আর অন্তত ২২ রান বা তার বেশিতে জিতে কিংবা ১৭.২ ওভারের আগে জিততে পারে।
দ্বিতীয় ম্যাচ:- হায়দ্রাবাদ যদি মুম্বাইয়ের বিরুদ্ধে জিতে যায়।

এরকম টা হলে দিল্লি ম্যাচ জিতে ২ নাম্বার জায়গায় যাবে আর নেট রান রেটে বাদ পরবে ব্যাঙ্গালোর। তখন শীর্ষ ৪ দল হবে ”মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, কোলকাতা”

দৃশ্যপট ৩:-

প্রথম ম্যাচে যদি ব্যাঙ্গালোর ১৬০ করে ১৮ বা তার কম রানে জিতে কিংবা ১৬১ চেস করতে গিয়ে ১৮ ওভার বা তার বেশি তে জিতে।
পরের ম্যাচে যদি হায়দ্রাবাদ মুম্বাই কে হারায়।

এরকম টা হলে ব্যাঙ্গালোর ম্যাচ জিতে ২ নাম্বার জায়গায় যাবে আর নেট রান রেটে বাদ পরবে কোলকাতা। তখন শীর্ষ ৪ দল হবে ”মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি”

দৃশ্যপট ৪:-

প্রথম ম্যাচে যদি ব্যাঙ্গালোর ১৬০ রান করে ১৮ বা তার চেয়ে বড় ব্যবধানে জয় পায় কিংবা ১৬১ তাড়া করতে গিয়ে ১৮ ওভারের আগে জয় পায়।
পরের ম্যাচে যদি হায়দ্রাবাদ মুম্বাই কে হারায়।

এরকম টা হলে ব্যাঙ্গালোর ম্যাচ জিতে ২ নাম্বার জায়গায় যাবে আর নেট রান রেটে বাদ পরবে দিল্লি। তখন ৪ নাম্বার দল হিসেবে চলে আসবে কোলকাতা। তখন শীর্ষ ৪ দল হবে ”মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কোলকাতা”

দৃশ্যপট ৫:-

প্রথম ম্যাচে যদি দিল্লি ব্যাঙ্গালোর কে হারায়।
দ্বিতীয় ম্যাচে যদি মুম্বাই হায়দ্রাবাদ কে হারায়।

সরাসরি তখন বাদ পরবে হায়দ্রাবাদ। তখন শীর্ষ ২ হবে মুম্বাই ও দিল্লি বাকি ২ ব্যাঙ্গালোর ও কোলকাতা।

দৃশ্যপট ৬:-

প্রথম ম্যাচে যদি দিল্লি হেরে যায় ও পরের ম্যাচে হায়দ্রাবাদ।

তখন সরাসরি বাদ পরবে হায়দ্রাবাদ আর শীর্ষ ২ দল হবে মুম্বাই আর ব্যাঙ্গালোর বাকি ২ দল হবে দিল্লি আর কোলকাতা।