DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আট সপ্তাহ পর করোনা দ্বিতীয় ডোজ দেওয়া হবে : স্বাস্থ্যের ডিজি

DoinikAstha
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক:

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, চার সপ্তাহ নয়, আট সপ্তাহ পর করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের তিনি একথা জানান খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, “ইতোমধ্যে যারা টিকা নিয়েছেন। যাদের চার সপ্তাহ বা এক মাস পরে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার তারিখ দেওয়া হয়েছে। তাদের পরবর্তী ডোজের নতুন তারিখ এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।”

২০ জানুয়ারি উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠায় ভারত সরকার। পরে ২৫ জানুয়ারি চুক্তির প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা আসে।

২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

এদিন টিকা নেন ২৬ জন। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে গণটিকা কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত টিকা নিয়েছেন নয় লাখ ছয় হাজার ৩৩ জন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।