আফগানিস্তানের এলাকায় সন্দেহভাজন তালেবানের গাড়িবোমা হামলায় ১৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে ।
গনি খেল এলাকার একটি প্রশাসনিক ভবনের প্রবেশমুখে বিস্ফোরক বোঝায় গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়। ওই ভবনে বেশকিছু সামরিক স্থাপনাও রয়েছে।
নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গাড়ি বোমা হামলা চালানোর পর বন্দুকধারী গেরিলারা প্রশাসনিক ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে তবে নিরাপত্তা বাহিনীর হামলায় তারা নিহত হয়। তিনি জানান, এ হামলায় ৩০ জনের বেশি আহত হয়েছে।
আরও পড়ুনঃ আফগান সরকারের সাথে আলোচনায় তালেবানের শর্ত
প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফরিদ খান ঘটনা নিশ্চিত করে বলেছেন, হতাহতদের বেশিরভাগই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য তবে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।
এখন পর্যন্ত এ হামলার দায়িত্ব স্বীকার করেনি কেউই। তবে ওই এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের ব্যাপক উপস্থিতি থাকার খবর পাওয়া গেছে।