আফগানিস্তানের দক্ষিণাঞ্চল উরুজগানে নিরাপত্তা চৌকিতে তালেবান বাহিনীর হামলায় পুলিশের ২৮ সদস্য নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার তালেবানরা স্থানীয় ও জাতীয় ২৮ পুলিশ সদস্যকে বাড়িতে চলে যাওয়ার সুযোগ দেয়ার কথা বলে তাদের আত্মসমর্পন করতে বলা হয়। পুলিশ সদস্যরা আত্মসমর্পন না করায় তাদের সবাইকে মেরে ফেলা হয় বলে জানা গেছে।
আরও পড়ুনঃগরিব ও উন্নয়নশীল দেশগুলোতে রক্তক্ষরণ বন্ধে ইমরান খানের আহ্বান
তালেবানের এক মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ আহমদি এই হামলার দায় স্বীকার করেছে। ইউসুফ জানায়, ওই এলাকায় পুলিশ সদস্যদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিলো। তবে তারা আত্মসমর্পণ করতে অস্বীকার করে। এরপর তালেবান তাদের ওপর হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।
এ হামলায় কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে তিন পুলিশ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরেক কর্মকর্তা এ কথা জানান।