DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই অক্টোবর ২০২৪
ঢাকারবিবার ১৩ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আবারও টলিউডে করোনা থাবা: আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা সোহম

News Editor
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

আবারও করোনা থাবা বসালো টলিউড পাড়ায়। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেতা সোহম চক্রবর্তী। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে সোহমের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরে কিছু উপসর্গ দেখা দিয়েছিল তার শরীরে। এতেই সন্দেহ দানা বাঁধে তার মনে। সেই কারণে কোনরকম ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান অভিনেতা সোহম। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে রিপোর্ট এলে জানা যায়, তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

চাকরির কথা বলে তিন তরুণীকে ফ্ল্যাটে আটকে দেহ ব্যবসা, আটক তিন

হাসপাতাল থেকে জানানো হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক নয়। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। অন্যদিকে, সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তারা কেউই আক্রান্ত নন।

প্রসঙ্গত, এর আগেও টলিউডে হানা দিয়েছিল করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক-সহ পরিবারের ৪ সদস্য। সম্প্রতি সংক্রমিত হন রাজ চক্রবর্তী। করোনাকে জয় করে স্বাভাবিক জীবনেও ফিরেছেন প্রত্যেকে। এছাড়া টেলিভিশনের একাধিক অভিনেতাও সংক্রমিত হয়েছেন।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ১২ হাজার।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২
  • ১১:৪৯
  • ৩:৫৯
  • ৫:৪১
  • ৬:৫৪
  • ৫:৫৩