DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আবারও বিধ্বস্ত হলো ইলোন মাস্কের রকেট

DoinikAstha
এপ্রিল ১, ২০২১ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

২০৩০ সালের আগেই ইলোন মাস্কের সংস্থা ‘স্পেসএক্স’ মঙ্গলে যাওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষামূলক ওড়ানের সময় এই নিয়ে চারবার ভেঙে পড়ল এস১১ প্রটোটাইপ।

দক্ষিণ টেক্সাস থেকে স্থানীয় সময় ৩০ মার্চ সকালে এস১১ প্রটোটাইপের পরীক্ষামূলক উড়ান শুরু হয়। তবে মিনিট কয়েক পরে রকেটের ক্যামেরা বন্ধ হয়ে ভিডিওতে দেখা যায় স্পেসশিপের অংশ মাটিতে পরে বিস্ফোরিত হয়।

ইলোন মাস্ক বলেছেন, ‘রকেটটি ওঠার সময় দুই নম্বর ইঞ্জিনে গণ্ডগোল দেখা দেয়। নামার সময় অপারেটিং চেম্বারের প্রেসার যতটা থাকার কথা তা ছিল না। তত্ত্বগতভাবে এটা হওয়া উচিত ছিল না। ভেঙে পড়া টুকরোগুলো পরীক্ষা করে কারণ বোঝা যাবে।’

মাস্কের পূর্ব পরিকল্পানুযায়ী, ২০৩০ সালের অনেক আগেই স্টারশিপ মঙ্গলে পৌঁছানোর কথা ছিল। স্টারশিপককে সুপার হেভি রকেটে করে পাঠানো হবে এবং তা পুনর্ব্যবহারযোগ্য হবে। এটি হবে ৩৯৪ ফিট লম্বা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০