DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আবারো পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

Astha Desk
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আবারো পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

 

স্টাফ রিপোর্টারঃ

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারো বাড়িয়েছে আদালত। এনিয়ে ১০১ বার সময়সীমা বাড়ানো হলো। আজ সোমবার (১১ সেপ্টেম্বর ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শফিকুল আলম আজ প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকা মহানগর হাকিম মোঃ রশিদুল আলম আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেন।

এর আগে, দুটি পৃথক আদালত তদন্ত এবং হত্যার পেছনের উদ্দেশ্য উদঘাটন এবং প্রকৃত অপরাধীদের আটকে তদন্তকারীদের ব্যর্থতার জন্য আদালত অসন্তোষ প্রকাশ করে।

বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া করা ফ্ল্যাটে হত্যা করা হয়। পরদিন রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা থানায় মামলা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]