DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চাকুরীর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ (বিএডিসি) এর রুহুল ও তাঁর চক্র !

DoinikAstha
এপ্রিল ২৬, ২০২১ ২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

আস্থা অনুসন্ধন টিম : সূত্র মতে জানা গেছে ভুক্ত ভোগি, মো : আব্দুস সামাদ – গত ২ অক্টোবর ২০১৯ (রুহুল ) চাঁদপুর । বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) , দিলকুশা – এর অফিস সহয়ক ও তাঁর সহযগী মো : শাকীল ( দিনাজপুর ) এর কাছে অফিস সহকারি চাকুরীর জন্য নগদ ২ লক্ষ ৪০ হাঁজার টাকা প্রদান করেন ।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মতিঝিল শাখা থেকে সকল ১০-১১ ঘটিকার সময় । পড়ের দিন চাকুরীতে যোগদান পত্র সহ চাকুরীতে যোগদান করানোর কথা থাকলে আর সেটা কপালে হয়নি । সেই থেকে আজ ১ বছর ৬ মাস ২৪ দিন ।

রুহুল এর বাটপারি :

মো : আব্দুস সামাদ বলেন, প্রথমে বিএডিসি এর হেড অফিস দিলকুশা শাখা এ যোগদান এর পড়ে গাবতলী শাখা এ ভাবে ৬ মাস ঢাকাই ঘুড়াতে শুরু করলো । এর পড়ে পাঠাল রংপুর সেখানে গিয়ে ডিডি সঞ্জয় বাবু দেখি ওরা কিছুই জানেনা বলে আমাদের এখানে কোন লোক লাগবে না ।

ঢাকা টু রংপুর ৩-৫ বার পাঠাল তাঁর পড় বলে ঐ খানে হবে না ।

এবার বলে পাবনা আজ কাল এই সেই ১ মাস ..পাবনাতে আর পাঠাল না । এবার মেহেরপুর রুহুল বলে আমঝুপিতে সব ঠিক করে রাখছি এবার আর সমস্যা হবে না যে দেখি আমার নামে নাম মো : আব্দুস সামাদ ( পাট ও বীজ ) ওনি ভাল মানুষ বলেন তুমি এলাকার ছেলে । টাকা যা দিয়েছ ফেরত নাও ।

এবার আমার জেলা চুয়াডাঙ্গা , এবার আর তোমাকে কষ্ট করতে হবে না দিল (বিএডিসি) এক ড্রাইভার এর কাছে নিজাম ভাই পাশের মহল্লা ।

আমি জানতে পারলাম নিজাম ভাইকে বলছে একজন কে বাদ দিয়ে আমাকে ঢুকাতে ওনি বলে এটা আবার হয় না কি ।

এদের অনেক বড় চক্র !! ঢাকাই থাকাকালীন কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) , দিলকুশা তে খাবার কেন্টিনে উপরে গেস্ট হাউজ এ বসে এদের আসর ।

আমাকে ভুয়া হাজিরা খাতায় সাক্ষার করাতো বলতো দপ্তর পড়ে দিবে ঐ খাথায় ৫৪ জনরে তালিকা ৩ লক্ষ, ৪ লক্ষ, ৫ লক্ষ করে নিয়েছে এবার দেখুন কত টাকা হয় ?

সাক্ষার দিতে গিয়ে একদিন দেখি র‌্যাব !! আমাকে বলে ঝামেলা হয়ছে এখন কিছু দিন কিছু করতে পারবো না । পড়ে জানলাম অনেকেই অভিযোগ করেছে । এখন আমার টাকা ফেরত দিতে তাল বাহানা করছে ।

( আমি আমার টাকা ক্ষতিপূরণ সহ ফেরত চাই এবং এদের চক্রর সবাইকে গ্রেপ্তার ও চাকুরী থেকে অব্যাহতি দিয়ে রিমান্ডে নিয়ে সবার টাকা ফেরত চাই ) । *

*আস্থা অনুসন্ধন টিম* আস্থা অনুসন্ধন টিম রুহুলের নম্বরে একাধিক বার কল করে যোগাযোগ করতে ব্যর্থ হন । ( রুহুল বাটপারের সব প্রমাণ আস্থা অনুসন্ধন টিমের কাছে আছে আস্থা অনুসন্ধন টিমের কাছে আরো অনেক জনের তথ্য আছে ) ।

বি : দ্র : যারা যারা রুহুল বাটপারকে টাকা দিয়েছেন সবাই আস্থা অনুসন্ধন টিমের সাথে যোগাযোগ করতে বিশেষ অনুরোধ করা হলো !

বিস্তারিত আসছে…

আরো পড়ুন :  নিখোঁজের ২ দিনপর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮