DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৮ই ডিসেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ৮ই ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

আমরা দুর্নীতি করিনি, আত্নমর্যাদায় আমরা পদ্মাসেতু তৈরি করেছি-উপাচার্য

Online Incharge
অক্টোবর ৩০, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আমরা দুর্নীতি করিনি, আত্নমর্যাদায় আমরা পদ্মাসেতু তৈরি করেছি-উপাচার্য

মোঃ হাবিব/ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ

আমার প্রিয় স্বদেশে একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। আমরা যখন নবীনবরণ করছি গাজায় শিশু মা ইজরায়েলের গুলিতে মুহুর্তের মধ্যে নি:শেষ হয়ে যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বের মন্দা দেখি আমাদের বাজারে দ্রব্যের ক্রয় মুল্য বাড়ে। যে শিার্থী নতুন করে পৃথিবী গড়তে চায় এবং বাংলাদেশ গড়তে চায় তার সামনে কী তুলে ধরছি আমরা, সেই সব উত্তর একই সাথে অনুসন্ধান করতে হবে। ফেইসবুক ব্যবহার করবে, ইউটিউব ব্যবহার করবে, গান শুনবে, পৃথিবীকে জানবে, ফেইসবুকে টুপ করে এক বন্ধুকে ইনভাইট করবে, সেই বন্ধু তোমার সাথে সংযুক্ত হবে।

উপাচার্য আরও বলেন, এদেশে কিছুদিন আগে বিশ্বব্যাংক বলেছিল পদ্মা সেতু হবে না, কারণ আমরা দুর্নীতি করেছি। আমরা প্রমান করেছি, আমরা দুর্নীতি করিনি, আত্নমর্যাদায় আমরা পদ্মাসেতু তৈরি করেছি।

আজ সোমবার (৩০ অক্টোবর) ময়মনিসংহের ফুলবাড়ীয়া কলেজের উচ্চ মাধ্যমিক (বিএমটি সহ), স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ মশিউর রহমান এসব কথা বলেন।

ফুলবাড়ীয়া কলেজের গভর্ণিং বডির সভাপতি ও বাংলাদেশ কাস্টমস শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আনন্দ মোহন কলেজের অধ্য মোঃ আমান উল্লাহ, বাংলাদেশ কাস্টমস ডেপুটি কমিশনার ও মোটিভেশনাল স্পীকার সুশান্ত পাল, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, গভর্ণিং বডির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম, মো. গোলাম মোস্তফা, ডা. সেলিম রেজা, চান্দালী সরকার, শফিকুল ইসলাম তোতা, শফিকুল ইসলাম নয়ন, অব. শিকদের পে সহকারী অধ্যাপক (অব.) এস এম আবুল হাশেম প্রমুখ।

প্রায় ত্রিশ বছর পর নবীনবরণে উচ্চ মাধ্যমিক (বিএমটি সহ), স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) ১ম বর্ষের প্রায় ১ হাজার ২শ জন শিক্ষার্থী।

আরো পড়ুন :  শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে ব্যবস্থা

এরপর বিকালে দেশের খ্যাতিমান শিল্পীরদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩৩
  • ৬:২৭