সাবেক আইনমন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি বলেছেন, দলে ত্যাগী পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। যারা দলে অনুপ্রবেশ করে নিয়মশৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার কুমিলস্নার বুড়িচং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলনে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কথা বলেন।
আর পড়ুন :গণধর্ষণের ঘটনায় দলীয় পরিচয় না দেখে গ্রেপ্তারের নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর
বুড়িচং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত সভাপতি মো. লেলিন পিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, কুমিলস্না মহানগরীর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাই বাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আখলাক হায়দার, সহ-সভাপতি ডা. মো. আবু মুছা ভূঁইয়া।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, শ্রমবিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন বাচ্চু প্রমুখ। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্নপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন