DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৪ঠা নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৪ঠা নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ইপিএলে লিভারপুলের বিপক্ষে টানা চার ম্যাচে হারলো ব্লু’রা

News Editor
সেপ্টেম্বর ২১, ২০২০ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে হারিয়েছে লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে অলরেডদের জয় ২-০ গোলে। দুটি গোলই করেছেন সাদিও মানে। এ নিয়ে ইপিএলে লিভারপুলের বিপক্ষে টানা চার ম্যাচে হারলো ব্লু’রা।

ব্ল্যাক লাইভস ম্যাটার’ ব্যানারে বর্ণবাদ বিরোধী আন্দোলন ইউরোপ-আমেরিকা জুড়ে। আন্দোলনের তেজ কিছুটা কমলেও কৃষ্ণাঙ্গদের হৃদয়ে জমে আছে হাজার বছরের ক্ষোভ। সাম্যের বার্তা নিয়ে সে আন্দোলনের অংশ হয়ে গেল ইউরোপীয় ফুটবলের দুই জায়ান্ট ক্লাব।

আরও পড়ুন : আইপিএলের তৃতীয় দিনে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স-সানরাইজার্স

কৃষ্ণ বর্ণের ঝাঁজ এদিন টের পেয়েছে লন্ডন। সাদা বর্ণের তথাকথিত আধিপত্য মুছে গেছে স্ট্যামফোর্ড ব্রিজে। চেলসির মাঠে তারকার নাম সাদিও মানে।

এবারের মৌসুমে কাড়িকাড়ি অর্থ খরচ করে দল সাজানো ব্লুরা নিজেদের মাটিতে কোণঠাসা। আক্রমণভাগে সালাহ-মানে-ফিরমিনোদের সঙ্গে যোগ দেন ভ্যান ডাইক-অ্যালেক্সান্ডার আরনল্ডরা।


সবশেষ দেখায় কথা কাটাকাটিতে জড়িয়েছিলেন দু’দলের কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও ইয়ুর্গেন ক্লপ। সে তিক্ততা ছিল মনে। প্রথমার্ধে ছিল সে ছাপ। তবে চেলসির জন্য বিপদ ডেকে আনেন ক্রিস্টেনসেন। গোলশূন্য প্রথমার্ধে তার লাল কার্ডে দশ জনের দলে পরিণত ব্লুরা।

আরও পড়ুন : আম্পায়ারের সিদ্ধান্তে প্রথম ম্যাচেই বড় ধাক্কা লেগেছে বলে জানিয়েছেন প্রীতি

এই সুযোগটা দ্বিতীয়ার্ধে শতভাগ কাজে লাগিয়েছে লিভারপুল। ৫০ মিনিটে ফিরমিনোর অ্যাসিস্টে স্কোর করেন মানে।

গোল হজম করে আরও এলোমেলো চেলসি। ৫৪ মিনিটে মহা ভুল করে বসেন গোলরক্ষক কেপা আরিজাবালাগা। সুযোগসন্ধানী সাদিও মানের গোলে অলরেডদের লিড বাড়ে।

ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। বরং বারবার হেলায় হারিয়েছে সুযোগ। ৭৫ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ জর্জিনহো। এমন সেইভের জন্য কৃতিত্বটা অলরেড গোলরক্ষক অ্যালিসন বেকার নিতেই পারেন।

যোগ হওয়া সময়ে ব্যবধান বাড়াতে পারতো সফরকারীরা। তবে সালাহ-মানেদের রুখে দিয়েছে ব্লুদের রক্ষণভাগ। যদিও তাতে জয় পেতে সমস্যা হয়নি লিভারপুলের।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ৩:৪৩
  • ৫:২৩
  • ৬:৩৮
  • ৬:০৪