শিরোনাম:
ইবি ভিসির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
News Editor
- আপডেট সময় : ০৫:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১০৫১ বার পড়া হয়েছে
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়েরবে ১৩ তম ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. শেখ অাব্দুস সালাম। আগামী চার বছরের জন্য এ পদে থাকবেন তিনি।
রোববার (৪ অক্টোবর) ভিসির কার্যালয়ে অনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।এর অাগে নবনিযুক্ত ভিসি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃতুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তার সাথে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। পরে জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভিসির কার্যালয়ে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান নব নিযুক্ত ভিসিকে ফুল দিয়ে বরন করেন। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, সহায়ক কর্মকর্তা সমিতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ উপাচার্যকে অভিনন্দন জানান।
এর আগে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।