DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

এলপিএলে পারবেন না খেলতে সাকিব-তামিমরা

News Editor
সেপ্টেম্বর ২৮, ২০২০ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

করোনা পরবর্তী সময়ে শ্রীলংকা সফর দিয়েই বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল। তবে কোয়ারেন্টাইন জটিলতায় আপাতত স্থগিত হয়েছে সেই সফর। এদিকে বাংলাদেশ সিরিজের পরপরই লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলংকায়। এই টুর্নামেন্টের নিলামে উঠবেন সাকিব-তামিমরা। তবে কোনো দল কিনলেও টাইগার ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলতে পারবেন না।

এলপিএলের প্রথম আসর গত ২৮ আগস্ট শুরু হওয়ার কথা ছিল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে পরে তা পিছিয়ে যায়। নতুন সূচিতে আগামী ১৪ নভেম্বর টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা।

টুর্নামেন্টের নিলামে বিদেশি ক্রিকেটারদের তালিকায় আছে সাকিব আল হাসানের নাম। এছাড়া নিলামে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদসহ বাংলাদেশের আরো বেশ কয়েকজন ক্রিকেটারের নাম আছে বলে সংবাদমাধ্যমে খবর এসেছে।

বিসিবিতে সোমবার বাংলাদেশ দলের শ্রীলংকা সফর স্থগিতের খবর জানান নাজমুল হাসান পাপন। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, সাকিব-তামিমদের এই টুর্নামেন্টে খেলার ছাড়পত্র দেয়া হবে কি? বিসিবি সভাপতি সোজা উত্তরে বলেন, “আমি তো কোনো সম্ভাবনা দেখি না।”

আইসিসি প্রদত্ত এক বছরের নিষেধাজ্ঞা শেষে আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। লংকা প্রিমিয়ার লিগের নিলামে সাকিবের নাম আছে, এই প্রশ্নে নাজমুল হাসান বলেন, “আমাদের এখানে তো খেলা শুরু হয়ে যাচ্ছে। ও এখানে খেলুক।”

শ্রীলংকা সফর স্থগিত হওয়ায় এখন ঘরোয়া ক্রিকেট শুরুর কথা ভাবছে বিসিবি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি বস। ফলে এলপিএলের সময় ক্রিকেটারদের বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেই খেলতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০