আন্তর্জাতিক ডেস্ক:
ওমানের দুকুম শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এতে ২ জনের অবস্থা আশঙ্কাজনক, বাকি ৩ জন কিছুটা সুস্থ রয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) ওমান সময় ভোর ৬টায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনার শিকার ১০ জনের মধ্যে ৯ জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, মিনহাজ, ফারুক, মামুন, রুবেল ও মিলাদ। মিনহাজের বাড়ি এনাম নাহার মোড়ের পাশে, বাকি ৪ জন সারিকাইত ইউনিয়নে। আইসিইউতে চিকিৎসাধীন ২ জন হলেন, দিদার ও আশ্রাফ।
আরও পড়ুন:
জাতিসংঘ বরাবর মিয়ানমারের ৩০০ এমপির চিঠি
দফায় দফায় তিনটি বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান
গাড়িতে থাকা অন্য ৩ আরোহী গুরুতর আহত হলেও তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান এক ওমান প্রবাসী। আহত সেই ৩ জনের মধ্যে দু’জনের বাড়ি সন্দ্বীপ। আহত দু’জনের নাম মহিউদ্দিন ও ইসমাইল। বাকি ১ জন ফেনীর।
উল্লেখ্য, দুর্ঘটনার শিকার হওয়া ১০ জনই আরব সাগরে ফিশিংয়ের কাজ করেন। গতকাল শুক্রবার রাতে তারা সাগরে মাছ ধরে একত্রে ফেরার সময় বাসায় ফিরছিলেন। এসময় তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। এই দুর্ঘটনার খবর প্রচার হলে সন্দ্বীপে শোকের ছায়া নেমে আসে।