আন্তর্জাতিক ডেস্ক:
নতুন স্ট্রেইন আর দ্বিতীয় ঢেউয়ে ভারতে ক্রমেই খারাপ হচ্ছে করোনা মহামারী পরিস্থিতি। দেশটিতে একদিনে ৩১২ জনের মৃত্যু হয়েছে যা চলতি বছরে সর্বোচ্চ।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৬২ হাজার ৭১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত অক্টোবর মাস থেকে করোনা আক্রান্তের দৈনিক বৃদ্ধির সংখ্যায় যা সর্বোচ্চ বলে জানিয়েছে আনন্দবাজার। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখে।
ভারতে গত বছরের ১৬ অক্টোবর শেষবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৩ হাজারের বেশি। মার্চের শেষে প্রায় সেই সংখ্যা ছুঁয়ে ফেলল সংক্রমণ।
এদিকে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১২ জনের। ২০২১ সালে প্রথমবার করোনায় মৃত্যুর সংখ্যা ৩১২ জনে গিয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ২০২০ সালের ডিসেম্বর মাসের দৈনিক মৃতের সংখ্যায় এতটা বৃদ্ধি দেখা যায়নি। ভারতে মোট করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৫৫২ জনে দাঁড়িয়েছে।
ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৩১০ জন। সোমবার এই সংখ্যা ৫ লাখের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।