কলারোয়ায় ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
সাতক্ষীরাঃ কলারোয়ায় ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন (মঙ্গলবার) সকাল ১০ টায় ইসলামী ফাউন্ডেশন উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সামাজিক সমস্যা নিরসন ও কোভিড ১৯ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে- ইসলামী ফাউন্ডেশন কলারোয়ার ফিল্ড সুপারভাইজার মাওলানা আবু হানিফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলার উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রায় ৫০ জন ইমাম অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন-কলারোয়া থানা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব, জাতীয় ইমাম সমিতি কলারোয়ার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম প্রভাষক মাওলানা তৌহিদুর রহমান, ফাউন্ডেশনের উপজেলা কেয়ারটেকার মোঃ সিরাজুল ইসলাম, এরশাদ আলী, মহিদুল ইসলাম, শামসুর রহমান, আব্দুল মুকিম, হাফিজুল ইসলাম প্রমুখ। সম্মেলন শেষে ২০২০-২০২১ অর্থবছরে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এর আওতায় ৯ জন অসহায় ইমাম কে ৪০০০/- চার হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন।
তারা হলেন- মোঃ আব্দুল মান্নান, আব্দুল গফুর, আব্দুল ওহাব, নজরুল ইসলাম, ইমামুল হাসান, আলতাফ হোসেন, আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মোশারফ হোসেন। এছাড়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইমাম মোঃ জুবায়েত হোসেন জুবাইর ও মোঃ মহিদুল ইসলাম কে শতভাগ সুদ মুক্ত ঋণ প্রদান করা হয়। সম্মেলন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন-কলারোয়া থানা জামে’ মসজিদের খতিব ও পেশ ইমাম মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী।