কাঁঠালিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০২:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৪০৮৪ বার পড়া হয়েছে
কাঁঠালিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পানিতে ডুবে আজমান হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম আউরা গ্রামের একটি ছোট খালে পরে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আজমান হোসেন ফরিদপুর উপজেলার রাহাত হোসেনের ছেলে। তারা বাবা মা উভয়ে ঢাকায় চাকরি করে সেই সুবাদে শিশু আজমান নানা বাড়ীতে নানা-নানীর সাথে থাকত।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আজমান তার নানি মরিয়ম বেগমের সঙ্গে নানাবাড়ির উঠানে খেলাধুলা করছিল। নানির অগোচরে সে বাড়ীর পিছনে ছোট খালের পানিতে পরে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সকাল ১১টার দিকে তার লাশ ভেসে ওঠে। পরে তাকে উপজেলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ মজুমদার তাকে মৃত ঘোষণা করেন।
পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা মোঃ মুনজুর আলী বলেন, নানির সঙ্গে উঠানে বসে খেলছিল আজমান এর মধ্যে সকলের চোখ ফাকি দিয়ে কখন ছোট খালে পরে ডুবে গেছে নানিসহ কেউই বুঝতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর ছোট খালে তার মরদেহ ভেসে ওঠে।
স্থানীয় ইউপি সদস্য বাদল মাহমুদ বলেন, ঘটনাটি তিনি লোক মারফত জানতে পেরেছেন। বিষয়টি খুবই দু:খ জনক আমি শোক ও সমবেদনা জানাই।
কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ পাঠিয়ে খোজ খবর নেয়া হচ্ছে।