ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কাঁঠালিয়ায় গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশির লিফলেট বিতরণ Logo পানছড়িতে জামায়াতের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত Logo ঝালকাঠি-১ আসনে বিএনপি নেতা সেলিম রেজার জনপ্রিয়তা বেড়েছে Logo কিশোরগঞ্জে সুপারি চুরি করতে গিয়ে গাছ ভেঙে চোরের মৃত্যু Logo মানবতার ডাক’-এর মহতী উদ্যোগ: মরণ ফাঁদ রাস্তায় ফেরালো জীবনের চলাচল Logo গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরাইলকে নির্দেশ জাতিসংঘ আদালতের Logo মাটিরাঙ্গায় গনধর্ষণের শিকার কিশোরী: আটক-২ Logo শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাহাড়ে কাজ করছে বিজিবি Logo ন্যায্য দাবি আদায়ে দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি Logo শিক্ষকদের বাড়িভাড়া ভাতা হবে মোট ১৫ শতাংশ, দুই ধাপে দেওয়া হবে

কালাইরাগ-নংজুরি সড়কে পাথর আমদানি করলে বাড়বে রাজস্ব

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

কালাইরাগ-নংজুরি সড়কে পাথর আমদানি করলে বাড়বে রাজস্ব

 

সিলেট প্রতিনিধিঃ

 

সিলেটে ‘কালাইরাগ-নংজুরি’ পাথর আমদানি রুট ঘোষিত হওয়ায় সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরী হচ্ছে।

 

সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের উওর রণিখাই ইউনিয়নের কালাইরাগ মৌজার মেইন পিলার ১১৫১ এর সাব পিলার (১১এস-১২এস) এলাকা হতে ভারতের মেঘালয় রাজ্যের ইষ্ট খাসি হিলস, বড়পুঞ্জি, নংজুরি এলাকাকে পাথর (পাথর বোল্ডার,বোল্ডার পাথর,চুনাপাথর) আমদানির জন্য ভোলাগঞ্জ ল্যান্ড কাষ্টমস ষ্টেশনের সম্প্রসারিত আমদানি রুট ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছেন। এস আর ও নং ০৫-আইন/২০২৩/১৪০/ কাষ্টমস, তারিখ ১১ জানুয়ারি ২০২৩ খ্রীষ্টাব্দ।

 

জাতীয় রাজস্ব বোর্ড’র দায়িত্বশীল সুত্র জানায়, শাহজালাল এক্সপোর্ট ইমপোর্ট কো: লি: এর আবেদনের পরিপ্রেক্ষিতেই মূলত:ভোলাগঞ্জ ল্যান্ড কাষ্টমস ষ্টেশনের ‘কালাইরাগ-নংজুরি’ সম্প্রসারিত পাথর আমদানি রুট ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছে।

 

শাহজালাল এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানী লি: এর ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামানের সাথে কথা বলে জানা গেছে, তাদের কোম্পানীর সার্বিক সহযোগিতায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই ঘোষিত রুট দিয়ে পাথর আমদানি কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদী।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের ফাইজুর রহমান বলেন, রুট দিয়ে পাথর আমদানি চালু হলে দেশের নির্মাণ শিল্প সিমেন্ট ফ্যাক্টরী গুলোতে পাথর বোল্ডার পাথর, ও চুনাপাথরের ক্রম:বর্ধমান চাহিদা অনেকটাই পূরণ হবে,এ এলাকায় তৈরী হবে বেকার মানুষজনের ব্যাপক কর্মসংস্থান।

 

কাষ্টমস এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উপ-কমিশনার মোঃ সোলাইমান হোসেন বললেন, ‘কালাইরাগ-নংজুরি’ রুটে পাথর, বোল্ডার পাথর, চুনাপাথর আমদানি কার্যক্রম চালু হওয়ার পর সীমান্ত এলাকা ও এলাকার আশে পাশের জনপদে থাকা হাজারো বেকার শ্রমিকদের কর্মসংস্থান তৈরীর পাশাপাশী সরকার ফি-বছর কোটি কোটি টাকা রাজস্ব পাবে, যা এক সময় জাতীয় অর্থনীতিতে বড় ধরণের ভুমিকা রাখবে বলে আশা করছি।

ট্যাগস :

কালাইরাগ-নংজুরি সড়কে পাথর আমদানি করলে বাড়বে রাজস্ব

আপডেট সময় : ১০:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

কালাইরাগ-নংজুরি সড়কে পাথর আমদানি করলে বাড়বে রাজস্ব

 

সিলেট প্রতিনিধিঃ

 

সিলেটে ‘কালাইরাগ-নংজুরি’ পাথর আমদানি রুট ঘোষিত হওয়ায় সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরী হচ্ছে।

 

সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের উওর রণিখাই ইউনিয়নের কালাইরাগ মৌজার মেইন পিলার ১১৫১ এর সাব পিলার (১১এস-১২এস) এলাকা হতে ভারতের মেঘালয় রাজ্যের ইষ্ট খাসি হিলস, বড়পুঞ্জি, নংজুরি এলাকাকে পাথর (পাথর বোল্ডার,বোল্ডার পাথর,চুনাপাথর) আমদানির জন্য ভোলাগঞ্জ ল্যান্ড কাষ্টমস ষ্টেশনের সম্প্রসারিত আমদানি রুট ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছেন। এস আর ও নং ০৫-আইন/২০২৩/১৪০/ কাষ্টমস, তারিখ ১১ জানুয়ারি ২০২৩ খ্রীষ্টাব্দ।

 

জাতীয় রাজস্ব বোর্ড’র দায়িত্বশীল সুত্র জানায়, শাহজালাল এক্সপোর্ট ইমপোর্ট কো: লি: এর আবেদনের পরিপ্রেক্ষিতেই মূলত:ভোলাগঞ্জ ল্যান্ড কাষ্টমস ষ্টেশনের ‘কালাইরাগ-নংজুরি’ সম্প্রসারিত পাথর আমদানি রুট ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছে।

 

শাহজালাল এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানী লি: এর ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামানের সাথে কথা বলে জানা গেছে, তাদের কোম্পানীর সার্বিক সহযোগিতায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই ঘোষিত রুট দিয়ে পাথর আমদানি কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদী।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের ফাইজুর রহমান বলেন, রুট দিয়ে পাথর আমদানি চালু হলে দেশের নির্মাণ শিল্প সিমেন্ট ফ্যাক্টরী গুলোতে পাথর বোল্ডার পাথর, ও চুনাপাথরের ক্রম:বর্ধমান চাহিদা অনেকটাই পূরণ হবে,এ এলাকায় তৈরী হবে বেকার মানুষজনের ব্যাপক কর্মসংস্থান।

 

কাষ্টমস এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উপ-কমিশনার মোঃ সোলাইমান হোসেন বললেন, ‘কালাইরাগ-নংজুরি’ রুটে পাথর, বোল্ডার পাথর, চুনাপাথর আমদানি কার্যক্রম চালু হওয়ার পর সীমান্ত এলাকা ও এলাকার আশে পাশের জনপদে থাকা হাজারো বেকার শ্রমিকদের কর্মসংস্থান তৈরীর পাশাপাশী সরকার ফি-বছর কোটি কোটি টাকা রাজস্ব পাবে, যা এক সময় জাতীয় অর্থনীতিতে বড় ধরণের ভুমিকা রাখবে বলে আশা করছি।