জেলা প্রতিনিধি, কুমিল্লা।।
কুমিল্লার আর্দশ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি বাজারে জেলা প্রশাসন, জেলা পুলিশ, কুমিল্লা ব্যাটালিয়ন (১০) বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার যৌথ উদ্যোগে আয়োজিত হয় মাদকের বিরুদ্ধে সমাবেশ। এ সময় যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত ও মাদক প্রতিরোধে এলাকাবাসী সংহিত প্রকাশ করেন।
আজ সোমবার (২৯ জানুয়ারি ) বিকালে উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় মাদক বিরোধী সমাবেশ সভায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরউপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার),ব্যাটালিয়ন (১০) বিজিবির অধিনায়ক মেজর মো: আরাফাত হোসেন অনি,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজ,জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম,(১০) বিজিবি সহকারী পরিচালক পারভেজ শামীম,পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান মো: হাসান রফি রাজু, পাঁচথুবী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার কাবিরুল ইসলাম সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই।উপস্থিতি জনতাকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং সবাই মিলে মাদককে না বলুন লাল কার্ড প্রদর্শন করেন।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন,গোলাবাড়ী এলাকার মাদক ব্যবসায়ী অপরাধী যত বড় হউক না কেনো,আপনাদের সহযোগিতা নিয়ে এই এলাকাকে মাদকমুক্ত করবো। মাদক নিরসনে এই এলাকার প্রতিটি বাসিন্দা যেন ঐক্যবদ্ধ ভাবে পুলিশকে সহযোগিতা করবে। তিনি আরো বলেন,গোলাবাড়ি এলাকায় প্রতিদিন শত শত মোটর-সাইকেল করে শহরে মাদক পরিবহন করা হয়। আমাদের নিয়মিত অভিযান অব্যহত রয়েছে।
উক্ত সমাবেশে পাঁচশতাধিক লোক অংশগ্রহণ করে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
দৈনিক আস্থা /মুন্না